TRP: ফের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জনপ্রিয় দুই মেগা, ‘জগদ্ধাত্রী’ নাকি ‘অনুরাগের ছোঁয়া’ বাজিমাত করল কে!
টিআরপি তালিকায় ফের বাজিমাত করল সূর্য-দীপার কেমেস্ট্রি। বিগত দিনের ধারা বজ রেখেই তালিকার প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। খানিকটা পিছিয়ে দ্বিতীয় স্থান দখল করল ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানে উঠে এল ‘গৌরী এলো’। চতুর্থ স্থান দখল করল ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকটি। লঞ্চম স্থানে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’।
এই সপ্তাহে টিআরপি তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকটি। সপ্তম স্থানে রয়েছে আরেক নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’। অষ্টম স্থানে যুগ্মভাবে রয়েছে ‘পঞ্চমী’ ও ‘গাঁটছড়া’। নবম স্থান দখল করল ‘এক্কা দোক্কা’। দশম স্থানে রুপা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘মেয়েবেলা’। এখন একনজরে দেখে নিন এই সপ্তাহে বাংলা মেগার টিআরপি তালিকা।
(১) অনুরাগের ছোঁয়া – ৯.২
(২) জগদ্ধাত্রী – ৮.৭
(৩) গৌরী এলো – ৮.৪
(৪) খেলনা বাড়ি – ৮.৩
(৫) নিম ফুলের মধু – ৭.৮
(৬) বাংলা মিডিয়াম – ৭.৬
(৭) রাঙা বউ – ৭.৪
(৮) পঞ্চমী, গাঁটছড়া – ৬.৭
(৯) এক্কা দোক্কা – ৬.৬
(১০) মেয়েবেলা – ৬.৪
(১১) হরগৌরী পাইস হোটেল – ৬.১
(১২) মিঠাই – ৬.০
(১৩) সোহাগ জল – ৫.৯
(১৪) আলতা ফড়িং – ৪.৮
(১৫) বালিঝড় – ৪.৫
(১৬) তোমার খোলা হাওয়া – ৪.৩
(১৭) ইচ্ছে পুতুল, গোধূলি আলাপ – ৩.৫
(১৮) গুড্ডি – ৩.২
(১৯) মন দিতে চাই – ৩.০
(২০) শ্রীকৃষ্ণ লীলা – ২.২
(২১) নবাব নন্দিনী – ১.৯
(২২) রাধাকৃষ্ণ – ১.৮
রিয়েলিটি শো
(১) সারেগামাপা – ৬.১
(২) সুপার সিঙ্গার সিজন-৪ – ৩.৩
(৩) দিদি নং-১ – ৩.০
(৪) ঘরে ঘরে জি বাংলা – ১.৪