whatsapp channel

Hair Care Tips: রেশমের মতো নরম চুল পেতে অ্যালোভেরা ব্যবহার করুন এইভাবে

অ্যালোভেরা জেল দিয়েই আপনার চুল হয়ে যাবে একেবারে পশমের মতো নরম। কিন্তু মেনে চলতে হবে কয়েকটা নিয়ম। বাজারের যে কোন অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় বাড়িতে…

Avatar

অ্যালোভেরা জেল দিয়েই আপনার চুল হয়ে যাবে একেবারে পশমের মতো নরম। কিন্তু মেনে চলতে হবে কয়েকটা নিয়ম। বাজারের যে কোন অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় বাড়িতে যদি একটা অ্যালোভেরার গাছ লাগাতে পারেন। মাঝেমধ্যেই পাতা কেটে পেয়ে যাবেন সুন্দর সাদা থকথকে অ্যালোভেরা জেল। তবে গাছ থেকে পাতা কেটে তাকে অত্যন্ত আধ ঘন্টার মতো জলে ডুবিয়ে রাখবেন। হলুদ, দূষিত বিষাক্ত পদার্থ থেকে বেরিয়ে যেতে দেবেন, তারপর ধুয়ে নিয়ে সহজেই ভেতর থেকে বার করতে পারবেন অ্যালোভেরা জেল। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

১) অ্যালোভেরা জেল ডগা যদি ভালো করে চুলের গোড়া থেকে আর পুরো চুলে লাগিয়ে আধ ঘন্টা রেখে ভালো করে ধুয়ে ফেলতে পারেন, শ্যাম্পু করার প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনার চুল ভীষণ নরম হয়ে গেছে সপ্তাহে অন্তত দুদিন করলেই যথেষ্ট।

২) অ্যালোভেরা জেল এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে একটি জায়গার মধ্যে রেখে দিতে পারেন। তারপর রোজ রাতে শুতে যাওয়ার সময় হালকা হাতে মাসাজ করে শুয়ে পড়ুন। বেশ কিছুদিন পর এরকম করতে করতে দেখবেন আপনার চুল কত সুন্দর, নরম, মোলায়েম হয়ে গেছে, এছাড়া চুলের সমস্ত সমস্যার সমাধান হবে একেবারে নিমেষের মধ্যে। এইভাবে যদি সপ্তাহে অন্তত দুই তিনদিন চুলের পরিচর্যা করতে পারেন, তাহলেই আপনার হাতে এসে যাবে সমস্ত সমস্যার সমাধান। তবে শুধুমাত্র অ্যালোভেরা লাগানোই নয়, অ্যালোভেরার জেল যদি গরম জলে বাসি মুখে প্রতিদিন সকাল বেলা খেতে পারেন তাহলেও কিন্তু আপনার পেট ভেতর থেকে পরিষ্কার হবে, যার জন্য কিছু ত্বক, চুল দুটোই ভাল থাকবে।

whatsapp logo