Hoop Life
ঘরে মা লক্ষীকে জাগ্রত রাখতে গৃহস্থ বাড়িতে লাগান এই বিশেষ গাছটি
তুলসী অতি পরিচিত একটি গাছ। ঔষধি গাছ রূপেও তুলসীর জুড়ি মেলা ভার। তাছাড়া তুলসী আপনার বাড়ির চারিপাশে থাকলে বাতাস অনেক পরিশুদ্ধ থাকে।
তুলসী গাছের চারা সহজেই পাওয়া যায়। তবে যদি না পান তাহলে কাছাকাছি কোন নার্সারি থেকে ভালো তুলসী চারা কিনে আনুন। উপযুক্ত দোআঁশ মাটিতে তুলসী গাছ ভালো হয়।
দোআঁশ মাটির সঙ্গে পর্যাপ্ত পরিমাণে গোবর সার, ভার্মিকম্পোস্ট, সরষের খোল পচা সার ভাল করে মিশিয়ে নিয়ে একটি ১০ ইঞ্চির টবের মধ্যে মাটির মধ্যে গাছ পুঁতে দিতে হবে।
রোদ ঝলমলে পরিবেশ তুলসী গাছ পছন্দ করে।ভোরবেলা এবং সন্ধ্যেবেলা জল দেওয়ার একমাত্র সময়। তুলসী গাছ বাড়ির জন্য খুব শুভ। এই গাছ যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে বাড়িতে লক্ষ্মী সমাবেশ হয়।