Hoop StoryHoop Viral

Viral Video: জলাধারের পাশে কোলাকুলিতে ব্যস্ত দুই গোসাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

কলকাতায় দুটো গোসাপের লড়াই দেখে প্রত্যেকে অবাক হয়ে গেছেন এমন লড়াই বোধহয়, কোন রকম ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিম্যাল প্ল্যানেট অথবা ডিসকভারিতেও দেখা যায় না, এমন ভয়ংকর দুটি গোসাপ কিভাবে দুজনের মধ্যে লড়াই করছে তা দেখে প্রত্যেকে অবাক হয়ে গেছেন। এমন ভয়ংকর লড়াই হয়তো আগে কেউ কোথাও দেখেনি, তাইতো অবাক হয়ে যাবেন। ভিডিওটি দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়ে পড়েছে, সকলের কাছে পৌঁছে গেছে।

এমনি টেলিভিশনের পর্দায় চোখ রাখলে এমন ভয়ঙ্কর ভিডিও খুবই স্বাভাবিক, সহজে দেখতে পাওয়া যায়। কুমিরের সঙ্গে বাঘের লড়াই, বাঘের সঙ্গে সাপের লড়াই কিংবা জলের মধ্যে নানান রকম জন্তু জানোয়ারের লড়াই অথবা স্থলভাগের সিংহ সঙ্গে হরিণের লড়াই এমন প্রত্যেকটি লড়াই কিন্তু খুব অস্বাভাবিক কলকাতার বুকে।

ভিডিওটি আই এফ এস অফিসার সুশান্ত নন্দা টুইট করেছেন। এমন ভয়ংকর ঘটনাটি ঘটেছে কলকাতার আইআইএম কলেজ ক্যাম্পাসে। ভিডিওটি ইতিমধ্যেই প্রায় আট হাজার মানুষ দেখে ফেলেছেন লাইক পড়েছে। এই নেটিজেনরা কিন্তু বেশ অবাক হয়ে গেছেন, এটা কি সত্যি তারা ঝগড়া করছে না? দুজন দুজনকে আলিঙ্গন করছে?  তা কিন্তু বুঝতে পারছেন না অনেকেই। আপনিও দেখে ফেলুন এই ভিডিও –