কাঞ্জিভরম শাড়ির ১২টি নতুন ও স্টাইলিশ ডিজাইন
করোনা যতই থাবা বসাক, উৎসব প্রেমী বাঙালিকে কিছুতেই পুজোর চার দিন ঘরে আটকে রাখা যাবে বলে তো মনে হয় না। মাস্ক পরে ব্যাগের মধ্যে স্যানিটাইজার নিয়ে প্রত্যেকে বেরিয়ে পড়বেন ঠাকুর দেখতে। দূর্গাপুজোর শুধু বাঙালির কাছে উৎসব নয়, বাঙালির ইমোশন দূর্গাপুজো।
দূর্গাপুজোর চারটেদিন এর মধ্যে যেকোনো একটা দিন অথবা প্রতিদিনই বেছে নিতে পারেন দক্ষিণ ভারতীয় অসাধারণ সিল্কের শাড়ি কাঞ্জিভরম। এই কাঞ্জিভরম শাড়িকে ‘কাপড়ের রানী’ বলা হয়। তামিলনাড়ুর কাঞ্জিভরম অঞ্চলে এই শাড়ি বোনা হয়।
উজ্জ্বলতার জন্য এই শাড়ি বিখ্যাত। অষ্টমীর দিন লাল পাড় হলুদ শাড়ি, নবমী অর্থাৎ পুজো শেষ তাই বিষাদের সুরের সাথে সাথে পড়তে পারেন লাল কালো কম্বিনেশনের কাঞ্জিভরম। ষষ্ঠীর দিন বিকালে যদি কাঞ্জিভরম চেষ্টা করতে চান তাহলে হালকা রংয়ের অর্থাৎ গোলাপি কিংবা আকাশি চেষ্টা করুন। সাথে পরুন একটু ভারী গয়না। হাতে নিতে পারেন বটুয়ার আকারে সিল্কের ব্যাগ।
দশমীর দিন সিঁদুর খেলতে যাওয়ার সময় পরতে পারেন লাল পাড় সাদা কাঞ্জিভরম সিল্ক। মাথাভর্তি সিঁদুর, সোনার কিংবা গোল্ডেন গয়নায় সেজেগুজে একেবারে বাঙ্গালী গৃহবধূর মত কাঞ্জিভরম সিল্ক এর সঙ্গে দশমী কাটান।