Bengali SerialHoop Plus

‘এখানে আকাশ নীল’-এর হিয়া বাস্তবে কেমন! রইল অভিনেত্রীর আসল পরিচয়

‘এখানে আকাশ নীল’ শেষ হয়ে যাওয়ার পরেও উজান ও হিয়ার জনপ্রিয়তা কমেনি। হিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন অনামিকা চক্রবর্তী (anamika chakraborty)। কিন্তু ‘অনামিকা’ নামের থেকেও লোক তাঁকে চেনেন ‘হিয়া’ নামে।

1997 সালের 25 শে মার্চ কলকাতার বুকেই অনামিকার জন্ম। ছোট থেকেই মামাবাড়িতে মানুষ হয়েছেন অনামিকা। তাঁর বাবা ও মায়ের সেপারেশন হয়ে গিয়েছিল। অনামিকার মা বিউটিশিয়ান। মামাবাড়িতে বড় হয়ে ওঠা অনামিকা নিজের পায়ে দাঁড়ানোর তাগিদ অনুভব করছিলেন।

কোনোদিন অনামিকার অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না। অভিনয়ে আসার আগে বেঙ্গালুরুতে এক বছর চাকরি করেছেন অনামিকা। অনামিকার মামা জোর করে তাঁকে ‘রাজযোটক’-এর অডিশনে নিয়ে গিয়েছিলেন। 2014 সালে ‘রাজযোটক’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন অনামিকা। 2017 সালে বাংলা ওয়েব সিরিজ ‘হোলি ফাক’-এ অভিনয় করেন তিনি। ‘হোলি ফাক সিজন-2′-তেও দেখা গিয়েছিল অনামিকাকে। 2018 সালে শাশ্বত চট্টোপাধ্যায় (saswata chatterjee) ‘আসছে আবার শবর’ -এর মাধ্যমে বাংলা ফিল্মে ডেবিউ করেন অনামিকা। একই বছর ‘তোর অপেক্ষায়’-তে অভিনয় করেন অনামিকা।

2019 সালে জনপ্রিয় সিরিয়াল ‘এখানে আকাশ নীল’ অনামিকাকে বড় ব্রেক এনে দেয়। অনামিকাকে খ্যাতি এনে দেয় ‘এখানে আকাশ নীল’-এর ‘হিয়া’ চরিত্রটি। অনামিকার বিপরীতে ‘উজান’-এর চরিত্রে অভিনয় করেছিলেন শন ব্যানার্জী (Sean banerjee)। উজান ও হিয়ার অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। অপরদিকে লকডাউন কাটলেই শুরু হতে চলেছে সপ্তাশ্ব বসু (saptaswa basu) পরিচালিত ফিল্ম ‘জতুগৃহ’-এর শুটিং। এই ফিল্মে অনামিকার বিপরীতে অভিনয় করছেন বনি সেনগুপ্ত (Bony sengupta)। ফিল্মের শুটিং হবে দার্জিলিঙ, কালিম্পঙ, সিকিম সহ কয়েকটি পাহাড়ী অঞ্চলে। ইতিমধ্যেই পয়লা বৈশাখে প্রকাশ্যে এসেছে ‘জতুগৃহ’-এর ফার্স্ট লুক।

Related Articles