BollywoodHoop Plus

Urfi Javed: নীল বিকিনিতে ঢাকা গোপনাঙ্গ, জল থেকে ভেজা শরীরে উঠে এলেন উরফি জাভেদ

সম্প্রতি উরফি জাভেদ এর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, সুইমিং পুল থেকে উঠে আসছে উরফি। সি গ্রিন রঙের একটি সুইম সুট পরে তিনি জল থেকে উঠে আসছেন। তার গায়ের রঙ খুব ফর্সা, তাই এই অসাধারণ রঙটি তার গায়ের সঙ্গে ভীষণ ভালো বানিয়েছে। উরফি মানেই খোলামেলা পোশাকে তিনি তার অনুরাগীদের সামনে হাজির হবেন এটাই স্বাভাবিক। তবে এতটা খোলামেলা পোশাকে উড়তে আসবেন তা হয়তো অনেকেই ভাবতে পারেনি তিনি মাঝেমধ্যে অদ্ভুত এবং খোলামেলা পোশাক করে সকলের সামনে চলে আসেন।

মাঝে মধ্যেই তিনি নানান অবতারে সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসেন। এমন অদ্ভুত আচরণের জন্য তিনি কম কটাক্ষের শিকার হন না, মাঝে মধ্যে এই কটাক্ষের তীর তার দিকে ধেয়ে যায়। তবে সে সব চর্চায় কান দেন না তিনি, নিজের মতন করে থাকতেই ভালোবাসেন। মিডিয়ার একদম মধ্যমনী হওয়ার জন্য উরফি, যা ইচ্ছা কাজ করতে পারেন, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা বারবারই তাকে দেখেছি কোন রকম ভয় পায় না করেই তিনি সকলের সামনেই এমন অদ্ভুত অবতারে চলে আসেন।

ছোটবেলা থেকে নানান লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি তাই বোধ হয়, তার মনে এমন একটা জেদ জন্মে গেছে। তাইতো তিনি অভিনয় ছেড়ে ফ্যাশনকেই হাতিয়ার করেছেন। তৈরি করেছেন নিজস্ব একটা ফ্যাশনের দুনিয়া। আপাতত সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় হয়ে উঠেছেন উরফি। প্রায়শই নিজের instagram হ্যান্ডেল থেকেই নানা রকম পোশাক পরে, বা কম পোশাক পরে তার অনুরাগীদের সামনে ধরা দেন। এমন অসাধারণ স্টাইলের পোশাক দেখে অনুরাগীরা কিন্তু অনেক সময় প্রশংসাও করেন অনেক সময় আবার নিন্দার ঝড় তোলেন। দেখে নিন উরফির কান্ড কারখানা..

উরফির ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, ফ্যাশন নিয়েই থাকবেন। ট্রেন্ডে গা ভাসানোতে একেবারেই রাজি নন। তাইতো তিনি নিজেই ট্রেন্ড তৈরি করেছেন, পুরনো জামা কেটে সেলাই করে নতুন জামা বানানোর যে ইচ্ছা তা কিন্তু প্রথম থেকেই ছিল। উরফির মধ্যে তারপরেই তো এখন খোলামেলা পোশাক পড়ার জন্য কিন্তু তিনি গোটা বিশ্বের কাছে পরিচিত এক মুখ। ছকভাঙ্গা পোশাক মানেই উরফি, অর্ধ নগ্নতা মানে উরফি, উরফি মানে পুরো নগ্নতাও, উরফি মানে অদ্ভুত পোশাক। এই সবকটি সমার্থক শব্দই উরফির সঙ্গে প্রযোজ্য।

তাঁর মায়ের খুব অল্প বয়সে বিয়ে হয় স্বামী ছিলেন অত্যন্ত গোঁড়া, পাঁচ সন্তানের জন্ম দেন উরফির মা। কন্যাসন্তান হওয়ার কারণে উরফিকে পছন্দ করতেন না তাঁর বাবা। সংসারে প্রায়ই লেগে থাকত অশান্তি। উরফিকে প্রচন্ড মারধোর করতেন তার বাবা। কিন্তু তার জীবনে লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়ানো। দাঁড়িয়ে দেখিয়েও দিয়েছেন তিনি। আবারও অদ্ভুত এক পোশাক পরে উরফি জাভেদ এলেন সবার সামনে। নীল সুইম সুটে দারুন লাগছে তাকে। তবে দেরি না করে চটপট দেখে উরফির নতুন লুক-