BollywoodHoop PlusHoop Video

Urfi Javed: ক্যামেরার সামনে পোশাক বদলালেন উরফি জাভেদ, নতুন ভিডিও দেখে চোখ কপালে ভক্তদের

বলিউডে অদ্ভুত পোশাক পড়ে যদি কেউ ক্যামেরার সামনে আসেন তাহলে সবার আগে যার নাম পড়তে হয়, তিনি হলেন উরফি জাভেদ। অদ্ভুত রকমের পোশাক পরে তিনি সকলের সামনে খুব সহজেই চলে আসেন। তার যখন যা দিয়ে পোশাক তৈরি করতে ইচ্ছা করেন তাই তিনি তার ট্রেলারকে দিয়ে বানিয়ে ফেলেন। কখনো প্রায় নগ্ন অবস্থায় কখনো বা অর্থনগ্ন অবস্থায় তিনি ক্যামেরার সামনে আসতে এতটুকু দ্বিধাবোধ করেন না। এই নিয়ে নানাভাবে নেতিবাচক মন্তব্য ঊরফির দিকে ধেয়ে আসে, উরফি কিন্তু এই ধরনের মন্তব্য কে খুব একটা পাত্তাই দেয় না। কারণ তিনি ভীষণ স্বাধীনচেতা একজন মানুষ তিনি মনে মনে যা ভাবেন তা তিনি পুরি ছাড়েন।

এইতো বেশ কয়েকদিন আগে উরফি এমন একটা পোশাক পড়েছিলেন। যা দেখে সকলের রীতি মতন চমকে গেছেন যেন দেখে মনে হচ্ছে তার গোটা শরীরে গোবর দেওয়া আছে। অদ্ভুত পোশাক দেখে প্রত্যেকেই কিন্তু খুব অবাক হয়েছেন এবং প্রত্যেকেই তার দিকে ধেয়ে আসে নেতিবাচক মন্তব্যে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু তারপরও ওর এতোটুকু টনক নড়েনি, তিনি ওইভাবেই এবং নানান রকম অদ্ভুত পোশাকে তিনি সকলের সামনে হাজির হন। কিছুদিন আগে তাকে আদিম মানুষের মতো গাছের ছাল দিয়ে পোশাক বানাতেও দেখা গেছে। সেই নিয়েও নানান রকম প্রশ্ন করেছেন তার নিন্দুকরা।

একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে দেখা যাচ্ছে সকলের সামনেই তিনি পোশাক বদলালেন। উরফি জাভেদ মানেই নিত্য নতুন কিছু নিয়ে তিনি ক্যামেরার সামনে হাজির হবেন এটাই খুব স্বাভাবিক। কিন্তু ওটা বলে তুমি ক্যামেরার সামনে পোশাকটাও বদলে ফেলবেন এটাও কিন্তু ঠিক নয়। ভিডিওটি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে ট্রোলের বন্যা বয়ে গেছে। পোশাকটি একেবারে বাকছাল এর মত দেখা যাচ্ছে ক্যামেরার সামনেই তিনি পোশাক বদলাচ্ছেন।

মেক আপ ও বেশ সুন্দর। কমেন্ট বক্স এ অনেকেই প্রশংসা করেছেন, তবে আপনি যদিও ফিরেই নতুন সুন্দর ছবিটি দেখতে মিস করে যান আমাদের Hoophaap এর পাতায় চটপট দেখে নিন উরফিকে-

Related Articles