whatsapp channel

‘দূরে থাকে মনের মানুষ’, অকপটে স্বীকার করলেন জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায়

কিছুদিন আগেই অভিনেত্রী ঊষসী রায় (Ushashi Ray)-এর কয়েকটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, ঊষসীর সিঁথিতে সিঁদুর এবং কপালে লাল টিপ। ছবিতে অভিনেত্রীর পরনে রয়েছে কমলা রঙের প্রিন্টেড শাড়ি।…

Avatar

HoopHaap Digital Media

কিছুদিন আগেই অভিনেত্রী ঊষসী রায় (Ushashi Ray)-এর কয়েকটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, ঊষসীর সিঁথিতে সিঁদুর এবং কপালে লাল টিপ। ছবিতে অভিনেত্রীর পরনে রয়েছে কমলা রঙের প্রিন্টেড শাড়ি। ঊষসী ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে রবীন্দ্রসঙ্গীতের কিছু কথা লিখেছেন। ঊষসীর সিঁথিতে সিঁদুর দেখে নেটিজেনদের একাংশ জল্পনা শুরু করেছেন, তাহলে কি ঊষসীও চুপিসাড়েই বিয়ে সেরে ফেললেন। সেদিন ঊষসী নিজেকে ‘সিঙ্গল’ বললেও ‘দিদি নং 1′-এর মঞ্চে রচনা (Rachana Banerjee)-র চোখকে ফাঁকি দিতে পারলেন না।

চলতি সপ্তাহে জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1′-এর বিশেষ পর্বে এসেছিলেন ঊষসী। রচনা সেখানেই ঊষসীকে জিজ্ঞাসা করেন ঊষসীর মনের মানুষের কথা। ঊষসী সলজ্জ হাসি হেসে বলেন, তাঁর মনের মানুষ অনেক দূরে থাকেন। কিন্তু ব‍্যস ওইটুকুই। এরপর রচনা যখন বললেন, ঊষসীর মনের মানুষ সাত সমুদ্র তেরো নদীর পারে থাকে, তখনও কিন্তু শুধুই লাজুক হাসি হেসেছেন ঊষসী। অভিনেত্রী কাঞ্চনা মল্লিক (kanchana mullick) তো ঊষসীর মনের মানুষের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তুলনা টেনে এনেছেন। কিন্তু তবু ঊষসী রা কাড়েননি। ‘দিদি নং 1′-এর প্রোমোতে এই ঘটনাটি দেখানো হলেও ঊষসীর অনুরাগীদের একাংশ মনে করছেন, সম্পূর্ণ ঘটনাটি মজার ছলে ঘটানো হয়েছে। কিন্তু এই ব‍্যাপারে ঊষসী কোনো প্রতিক্রিয়া জানাননি।

আশুতোষ কলেজ থেকে ইতিহাসে স্নাতক হওয়ার পর ঊষসী 2015 সালে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মিলন তিথি’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এই সিরিয়ালে ঊষসীর অভিনয় প্রশংসিত হয়। এরপর জি বাংলায় ‘বকুল কথা’ সিরিয়ালে বকুলের চরিত্রে অভিনয় করে নজর কেড়ে নেন ঊষসী। তাঁর শক্তিশালী অভিনয়ের কারণে ‘বকুল কথা’-র টিআরপি একটানা উর্ধ্বমুখী ছিল। ‘বকুল কথা’ শেষ হয়ে যাওয়ার পর মহিলা ডাক্তার কাদম্বিনী (kadambini ganguly)-র জীবনী অবলম্বনে তৈরী ধারাবাহিক ‘কাদম্বিনী’তে অভিনয় করছিলেন। কিন্তু টিআরপি কম থাকার কারণে কয়েক মাস পরে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি।

এছাড়াও জি বাংলার অনুষ্ঠান ‘দূর্গা সপ্তশতী’-তে ‘দেবী শতাক্ষী’-র রূপে অভিনয় করেন ঊষসী। হইচই-এর ওয়েব সিরিজ ‘টুরু লাভ’-এ ঊষসীর অভিনয় প্রশংসনীয় হয়েছে। কিছুদিনের মধ্যেই ঊষসীকে চোরের ভূমিকায় দেখা যাবে জি বাংলা অরিজিনালে অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu mukherjee) পরিচালিত ‘ইস্কাবনের বিবি’তে। ‘ইস্কাবনের বিবি’-তে ঊষসী ছাড়াও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক (kanchan mullick), ভাবনা (Bhabna), ঋষভ (Rishav) প্রমুখ।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media