Lifestyle: অর্থ ও সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন, বাড়ির অ্যাকোয়ারিয়ামে রাখুন এই মাছ
ঘর সাজানোর জন্য বাড়িতে অনেকেই রঙিন মাছ রাখেন।তবে রঙিন মাছ রাখার কতগুলি নিয়ম আছে। নিয়মগুলি যদি না মানেন, তাহলে বাস্তুবিদরা মনে করছেন, যে তাহলে আপনার জীবনে কিন্তু কোন সাংঘাতিক বিপদ আসতে চলেছে কিন্তু নিয়মগুলো মানলে আপনার জীবন সুন্দর হবে। তবে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে, আর দেরি না করে চটপট Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –
কখনো না শোয়ার ঘরে অ্যাকোয়ারিয়াম রাখবেন না। সেক্ষেত্রে ডাইনিং রুমের উত্তর-পূর্বদিকে অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন। রান্নাঘরে অ্যাকোয়ারিয়াম রাখলে দাম্পত্য কলহ আরো দ্বিগুন বেড়ে যায়, সেক্ষেত্রে প্রবেশদ্বারের আপনি যে কোনো দিকে অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন, জীবন ক্রমাগত পাল্টাতে হবে, আর খেয়াল রাখবেন যেন না থাকে।
বাস্তুবিদরা মনে করেন, এই জলের মধ্যে আপনি যদি আট টি কালো মাছ এবং একটি সোনালি মাছ অর্থাৎ সবমিলিয়ে ন’টি মাছ রাখতে পারেন, তাহলে আপনার জীবনে নানান রকম সংকট থেকে আপনি উদ্ধার পাবেন। অ্যাকোয়ারিয়ামের চারপাশ যেন পরিষ্কার থাকে, সে বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর জল নিয়মিত পাল্টাতে হবে, নোংরা জল থাকলে, কিন্তু আপনার গৃহে নেগেটিভিটি অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে।