Hoop Life

Lifestyle: পাল্টে ফেলুন পাঁচটি বদভ্যাস, রাতারাতি সংসারে শান্তি ফিরে আসবে

পালটে ফেলতে হবে পাঁচটি বদ অভ্যাস। তাহলেই দেখবেন সংসারের শান্তি বিরাজ করবে, আমরা অনেক সময় বুঝতে পারি না, নানা কারণে আমাদের সংসারে অশান্তি ফিরে ফিরে আসে, কিন্তু এই বদ অভ্যাসগুলো যদি একটু পাল্টে ফেলতে পারেন, তাহলে দেখবেন জীবনে আর কোন অশান্তি আপনাকে ঘিরে ধরতে পারবে না। তাই দেখে নিন, কিভাবে মাত্র পাঁচটি অভ্যাসকে আপনি জীবন থেকে বাদ দিলেই জীবনকে পাল্টে ফেলতে পারবেন।

দাঁত দিয়ে নখ কাটবেন না- কাটার অভ্যাস খুবই বাজে। দাঁত দিয়ে আপনি যদি নখ কাটেন, তাহলে আপনার জীবনে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে, এমনটাই বলছেন বাস্তবিদরা।

যেখানে সেখানে থুতু ফেলা উচিত নয়- রাস্তায় বেরোলে অনেকেই দেখা যায় যেখানে সেখানে থুতু ফেলেন, এটি করা কিন্তু একেবারেই উচিত না। পরিবেশের জন্য যেমন ভালো না, ঠিক তেমনি একটা নিজের জন্য ভালো না এটা কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে তাই অবশ্যই এটি মাথায় রাখবেন।

অনেক রাত পর্যন্ত জেগে থাকবেন না- প্রয়োজন ছাড়া অনেক রাত অব্দি জেগে থাকবেন না, অনেকেরই এমন অভ্যাস রয়েছে, এতে কিন্তু আপনার শারীরিক ক্ষতি হতে পারে, তার সঙ্গে অর্থনৈতিক সমস্যাও দেখা দিতে পারে। তাই এই বিষয়টি মাথায় রাখবেন, অপ্রয়োজনে বেশি রাত অব্দি জেগে থাকবেন না।

অযথা গাছপালার ক্ষতি করবেন না- যারা অযথা গাছ পালার ক্ষতি করেন, গাছপালা কেটে ফেলে দেয় তাদের জীবনেও কিন্তু নানান রকম সমস্যা আসতে পারে, তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন, যদি কোন প্রয়োজনে গাছ কাটতেই হয়, তাহলে তার পাশাপাশি আর একটা গাছ লাগান, কারণ গাছ ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ।

রান্নাঘর নোংরা করে রাখবেন না- রান্নাঘর নোংরা করে রাখলে কিন্তু মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন।

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক