Hoop Life

Lifestyle: মানিব্যাগে রাখুন ছোট্ট এই শুভ জিনিস, কোনোদিন হবে না অর্থের অভাব

বাড়ি থেকে বেরোনোর আগে পকেটে হাত দিয়ে যে জিনিস আমরা সকলেই ক্রস-চেক করি, তা হল মানিব্যাগ। আমাদের নিত্যদিনের জরুরি সামগ্রীর মধ্যে এই মানিব্যাগ বা ওয়ালেট অন্যতম। শতাব্দী প্রাচীন আগে নৌ-সেনাদের কার্তুজ রাখার ব্যাগ থেকেই উৎপত্তি এই ছোট্ট জিনিসের। তারপর নানা দেশ ও গোটা পৃথিবীতে এই জিনিসটি হয়ে ওঠে সকলের কাছে গুরুত্বপূর্ণ। আজকালকার দিনে তো মানিব্যাগ আট থেকে আশি, সকলকেই ব্যবহার করতে দেখা যায়।

তবে এই মানিব্যাগ সঠিক নিয়মে না রাখলে কিন্তু আপনার পকেট হতে পারে গড়ের মাঠ। পুরানো মানিব্যাগ ফেলে দিলেও হতে পারে মারাত্মক ক্ষতি। একইসঙ্গে মানিব্যাগ সঠিক দিকে না রাখলেই কিন্তু হতে পারে আর্থিক ক্ষয়ক্ষতি। মানিব্যাগ নিয়ে বাস্তুশাস্ত্রে রয়েছে কিছু নিয়ম। মানিব্যাগে লাল কাগজ রাখলে অর্থাভাব হয়না। একইভাবে মানিব্যাগের ভেতর ধান বা চালের দানা রাখলে মা লক্ষ্মীর কৃপালাভ হয়ে থাকে। এছাড়াও মানিব্যাগের ভেতর মা লক্ষ্মীর ছবি বা ছোট্ট মূর্তি রাখলে সমৃদ্ধি বজায় থাকে। মানিব্যাগে গোলাপের পাপড়ি রাখলেও ইতিবাচক ফল পেতে পারেন।

তবে কোনোদিনই মানিব্যাগের ভেতর ধারালো কোনো জিনিস রাখবেন না। এতে অর্থক্ষয় হতে পারে। মানিব্যাগের ভেতর নোট সবসময় গুছিয়ে রাখুন। ভাঁজ করে রাখবেন না। কারো থেকে টাকা ঋণ নিলে সেই টাকা মানিব্যাগে রাখবেন না। এতে ক্ষতি হয়। মানিব্যাগের ভেতর কখনোই নোট এবং কয়েন একসাথে রাখবেন না। এতে রুষ্ট হন দেবী লক্ষ্মী। কোনো অবস্থাতেই নিজের মানিব্যাগ হস্তান্তর করবেন না। এছাড়াও কখনো পুরানো মানিব্যাগ ফেলে দেবেন না। এটি অত্যন্ত শুভ জিনিস। এটিকে গুছিয়ে লাল কাপড়ে মুড়ে আলমারিতে রাখুন। আলমারিতে জায়গা না থাকলে পুরানো মানিব্যাগটিকে লাল কাপড়ে মুড়ে নদীতে বিসর্জন দিন। কখনোই ডাস্টবিন বা নোংরা জায়গায় ফেলবেন না।

এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে, মানিব্যাগ যখন আমরা বাড়িতে রাখি, তখনো অজান্তে কিছু ভুল করে ফেলি আমরা সকলেই। তবে মানিব্যাগ উত্তর দিকে রাখলে কখনোই অর্থাভাব হয়না। কারণ উত্তর দিকে হল কুবেরের দিক। তাই এই দিকে মানিব্যাগ রাখলে যেমন অর্থকষ্ট থেকে রেহাই পাওয়া যায়, তেমনই আবার জীবনে ঘটে ইতিবাচক শক্তির সঞ্চার। তবে মানিব্যাগ কখনোই দক্ষিণ দিকে রাখবেন না। এর প্রভাবে মানিব্যাগ হতে পারে গড়ের মাঠ।

Disclaimer: প্রতিবেদনটি তথ্য ও অনুমানের উপর রচিত। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের অভিপ্রায় নয়।

Related Articles