শুধুমাত্র ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই চারটি ওটিটি-র সিরিজ, বাচ্চাদের সামনে একদম নয়
আগেকার দিনে নিষিদ্ধ সিনেমা টেলিভিশনে অনেক রাত্রিবেলা দেওয়া হতো। তখন সকলে ঘুমিয়ে পড়তো, তখনই মানুষ এই ধরনের নিষিদ্ধ সিনেমাগুলি তারিয়ে তারিয়ে উপভোগ করতো। করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিরিজ রিলিজ হয়েছে, আর যার রস চেটেপুটে আস্বাদন করেছে দর্শক মহল। সেই রীতিটাই এখনো রয়ে গেছে। যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক না কেন বাড়িতে বসে সিরিজ দেখার যে একটা আলাদাই মজা রয়েছে, তা কিন্তু দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন।
কখনোই এই ওয়েব সিরিজ গুলো সকলের সামনে দেখবেন না। তবে অবশ্যই আপনার প্রাইভেসি লাগবে। এই ধরনের ওয়েব সিরিজ গুলোকে দেখার জন্য কারণ ওয়েব সিরিজগুলোতে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়েছে, যা কিন্তু বড়দের সামনে বা ছোটদের সামনে একেবারেই আপনি দেখতে পারবেন না। তাইতো সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা কিছু কম হয় না, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লু, প্রাইম শর্টস, সিনে প্রাইম, taak এতে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক গল্প নিয়ে সিরিজ, রিলিজ করা হয়, যা দেখে দর্শক মহলের মধ্যে উন্মাদনার শেষ থাকেনা। উন্মাদনাকে বাঁচিয়ে রাখতেই এই ওয়েব সিরিজগুলো শুরু করা হয়েছে। যা দেখে নতুন প্রজন্ম রীতি মতন পাগল হয়ে যাচ্ছে।
বর্তমান প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই এখন একটা করে অ্যান্ড্রয়েড ফোন থাকে। আর আমাদের অতিরিক্ত ব্যস্তময় জীবনে যখন টেলিভিশনের সিনেমা দেখার সময় থাকে না। ঠিক সেই সময় রাতে যদি একটা মুঠোফোন থাকে, তাহলেই কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাইতো বর্তমান প্রজন্ম অনেক অংশে ঝুঁকছে, এই মুঠোফোনের মাধ্যমে OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে। অবশ্যই এই সিরিজগুলো দেখতে গেলে আপনাকে প্রাইভেসি মেইনটেইন করতে হবে।
১) উল্লু: প্রাপ্তবয়স্কদের জন্য ওয়েবসিরিজ বা শর্ট ফিল্ম তৈরি ককরে ইতিমধ্যে দর্শক মহলে গোপনে জনপ্রিয়তা পেয়েছে ‘উল্লু’ নামক ওটিটি প্ল্যাটফর্ম। এখানে প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো সাহসী ওয়েবসিরিজ মুক্তি পায়। এই প্ল্যাটফর্মের বেশ কিছু জনপ্রিয় সাহসী ওয়েবসিরিজ হল- ‘রেন বসেরা’, ‘জালেবি বাই’, ‘মাদহোস ডায়েরির-গুড ওয়াইফ’, ‘পাঞ্চালি’, ‘ওয়াচম্যান’, ‘দোরাহা’ ,’গণিকা’ ‘লাল লিহাফ’, ‘বদন’, ‘লাভ গুরু’, ‘দামাদ জি’, ‘ডাবল ধামাকা’, ‘কবিতা ভাবী’, ‘জুলি’ আরো কত আছে, যা আপনার একাকীত্ব দূর করবে। এছাড়াও এই প্ল্যাটফর্মে উপলব্ধ কিছু থ্রিলার ওয়েবসিরিজ হল- ‘পেপার’, ‘পারো’, ‘ইন্সপিরেশন’ যদি রহস্য ভালবাসেন তাহলে অবশ্যই এগুলো দেখে ফেলুন।
২) এমএক্স প্লেয়ার অনলাইন: প্রথমে ভিডিও প্লেয়ার হিসেবে বাজারে এলেও ধীরে ধীরে নিজেদের অনলাইন পার্টকে উন্নত করে এমএক্স প্লেয়ার হয়ে উঠেছে এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মেও বেশ কিছু সাহসী ওয়েবসিরিজ নজরে এসেছে বিগত সময়ে। এই প্ল্যাটফর্মের কিছু জনপ্রিয় ওয়েবসিরিজ হল- ‘আশ্রম’, ‘মাস্তারাম’, ‘হ্যালো মিনি’ এর প্রত্যেকটা পার্ট অসাধারণ। একটা পার্ট দেখার পর মানুষ আবার আরেকটা পার্ট দেখতে চেয়েছে। ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এছাড়াও এখানে ‘ধারাভি ব্যাংক’ ও ‘বহুকাল’-এর মতো থ্রিলার সিরিজও উপলব্ধ।
৩) কোকু: উল্লু, এম এক্স প্লেয়ার এর মত দিন দিনজনপ্রিয়তা বেড়েছে ‘কোকু’ ওয়েব প্ল্যাটফর্ম। এখানেও সাহসী সব সিরিজে ঠাসা কন্টেন্ট। এই প্ল্যাটফর্মের কিছু জনপ্রিয় সাহসী সিরিজ হল- ‘হোয়াট দ্য ফ্ফফ’, ‘ডিজায়র পাপা’, ‘চুপি বাজার’, ‘গুলাব জামুন’, ‘বুবলি পুর’ আরো আছে। সময় যদি না কাটে যদি একা একা লাগে তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও একেবারে গোপন ভাবে একলা ঘরে দেখে ফেলুন।
৪) অলট বালাজি: আরো একটি প্ল্যাটফর্ম যার কথা না বললেই নয় সেটি হল অলট বালাজি। এর বেশ কিছু সাহসী ওয়েবসিরিজ যা দেখলে আপনার মন প্রাণ একেবারে ভরে যাবে, সেগুলি হল মধ্যে অন্যতম হল- ‘গান্দি বাত’, ‘ভার্জিন ভাস্কর’, ‘হুজ ইওর ড্যাদি’ প্রভৃতি। এছাড়াও এই প্ল্যাটফর্মে ‘অপহরণ’, ‘স্টেট ভার্সেস নানাবতী’ হল জনপ্রিয় দুটি থ্রিলার সিরিজ।