whatsapp channel
Hoop NewsHoop Trending

গরম থেকে খানিক স্বস্তি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায়

বাংলাতে বসন্তেই যেন গ্রীষ্মের আবহাওয়া বয়ে চলেছে গোটা ফাল্গুন মাস ধরে। ক্যলেন্ডার বলছে এখন বাংলার বসন্ত কাল তবে বাইরে সকালে সূর্যের তেজ দেখে মনে হচ্ছে এখন মে-জুন মাস। গ্রীষ্মকাল আসার আগেই রোদের তেজে নাজেহাল হয়ে পড়ছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে এতদিন ধরে তীব্র রোদের তেজ দেখা গেলেও, আবহাওয়া দপ্তর এবার একটু বৃষ্টির পূর্বাভাস দিল।

আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি। শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বাংলার উওরের জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে প্রতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে দক্ষিণের পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনাপুর, হাওড়া, ঝাড়গ্রামের বেশকিছু এলাকায় আগামী কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

দার্জিলিং, কালিম্পং-এ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে একটানা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মূলত এই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে ঝোড়ো হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতে। শনি ও মঙ্গলবার পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বয়ে যেতে পারে। আসাম, মেঘালয়, মনিপুর, অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরাম ও ত্রিপুরাতে ঝড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে।।

দক্ষিণের কিছু জেলাতে আজকের বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কয়েকদিনে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের বেশকিছু এলাকায় তাপমাত্রার পারদ চড়চড় করব ৪০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

whatsapp logo