Weather update: ফের রাজ্যে অতি ভারী বৃষ্টির ইঙ্গিত
ঝলমলে আকাশ দেখে মোটেও ধোঁকা খাবেন না। এই ঝলমলে আকাশের পিছনেই রয়েছে কালো মেঘেদের দৈত্য। চলুন দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কি কি বলছে আবহাওয়া সংক্রান্ত খবরাখবর নিয়ে।
আজ সকাল থেকেই কলকাতার আকাশে ছিল মেঘ।ইতিমধ্যে, কোনো কোনো জায়গায় দু এক পশলা বৃষ্টি হয়েও গিয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছে, এবং এই নিম্নচাপ রেখার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে যাবে।
সোম ও মঙ্গলবার কলকাতার বুকে ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি এবং টানা কয়েকদিন এই বৃষ্টির রেশ থাকবে।
কলকাতা ছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এমনকি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে প্রবল। যদি এর মধ্যে দীঘা বা দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন একটু থেমে যান। অপেক্ষা করুন কয়েকদিন। নয়তো ঘোরার আনন্দ মাটি হয়ে যেতে পারে।