Winter Update: ঘূর্ণাবর্তের প্রভাবে ব্যাহত পারদ-পতন! বৃষ্টি হবে রাজ্যের কোথাও? জানুন ওয়েদার আপডেট
কালীপুজোর পরেও সেভাবে শীতের প্রভাব দেখা যায়নি বাংলায়। কারণ কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে শীতের আগমন কিছুটা ব্যাহত হলেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা কেটে যেতেই ফের শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্যজুড়ে। গত কয়েকদিন ধরেই কুয়াশায় ঢাকছে চারপাশ। রাত বাড়লেই নামছে পারদ। সূর্যাস্তের পরেই শীতের চাদরে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে চারপাশ। ফলে অগ্রহায়ণের শুরু থেকে যেমন বিয়ের মরশুম শুরু হয়েছে, একইভাবে সমান্তরালে শুরু হয়েছে শীতের আনাগোনা।
তবে আজ থেকেই যেই তাপমাত্রা পতন কিছুটা হলেও ব্যাহত হতে চলেছে। তার কারণ হল আরেক ঘূর্ণাবর্ত। দক্ষিণ থাইল্যান্ড সাগরে তৈরি ঘূর্ণাবর্ত আজ বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর সেটি ক্রমে অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসবে। তবে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বাংলায় এর প্রভাব সেভাবে পড়বে না বলেই জানা গেছে। এখন একনজরে দেখে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।
■ কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আজ শহরের আকাশ আংশিক মেঘলা ও আংশিক পরিষ্কার থাকবে। আজ কলকাতার বুকে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে। মেঘলা আকাশ থাকার কারণে ঠান্ডা কিছুটা কম অনুভূত হবে শহরে।
■ দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পতন ব্যাহত থাকবে বলেই জানা গেছে। আগামী দুদিন এরকম আবহাওয়া জারি থাকবে বলেই জানা গেছে।
■ উত্তরবঙ্গের আবহাওয়া: গতকাল বৃষ্টি হলেও আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি কোনো সম্ভাবনা নেই। তাই উত্তরের জেলাগুলিতে শুস্ক আবহাওয়ার প্রভাব বাড়ছে আজ থেকেই। তবে শীতের প্রভাব দেখতে আরো দুদিন অপেক্ষা করতে হবে উত্তরবঙ্গবাসীকে।