Advertisements

হাতে ইয়া বড় হীরের আংটি, বিয়েতে সোনাক্ষীকে কোটি টাকার উপহারে ভরালেন জাহির, আর কি দিলেন ‘মুসলিম স্বামী’!

Nirajana Nag

Nirajana Nag

Follow
Advertisements

সদ্য বিয়ে সেরেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী। দীর্ঘ সাত বছর ধরে চুটিয়ে প্রেম করার পরেই নাকি বিয়ে সেরেছেন সোনাক্ষী। ভিন্ন ধর্মে বিয়ের জন্য অবশ্য কম ট্রোল, নিন্দা চলছে না অভিনেত্রীকে নিয়ে। তাঁদের বিয়েকে দেওয়া হয়েছে লাভ জিহাদের তকমা। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে, সোনাক্ষীর সিদ্ধান্তে নাকি তাঁর পরিবারেই চাপা অসন্তোষ রয়েছে।

সোনাক্ষী এবং জাহির অবশ্য কোনো নেতিবাচকতাকেই পাত্তা দিতে রাজি নন। বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানেই সোনাক্ষীর অনামিকায় দেখা গিয়েছে একটি বড়সড় হীরের আংটি। বিয়েতে আর কী কী উপহার পেলেন অভিনেত্রী? বলিউডে কান পাতলেপাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে, স্ত্রীকে নাকি প্রায় ২ কোটি টাকার উপহার দিয়েছেন জাহির। কী ছিল সেই উপহারে?

বিয়ের পরে একটি সাদা বিএমডব্লিউ গাড়িতে চেপে অনুষ্ঠানে আসতে দেখা গিয়েছিল সোনাক্ষী এবং জাহিরকে। জানা গিয়েছে, ব্যাটারি চালিত এই সেডান আই৭ এর দাম শুরু হচ্ছে ২.০৫ কোটি টাকা থেকে। এই গাড়িই নাকি সোনাক্ষীকে উপহার দিয়েছেন জাহির। তবে তাঁদের গাড়ির মডেল জানা যায়নি।

প্রসঙ্গত, অভিনয়ে পা রাখার ইচ্ছাই ছিল না সোনাক্ষীর। ডিজাইনার হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করতেন তিনি। শোনা যায়, সলমন খানের কথা শুনেই অভিনয়ে পা রাখেন সোনাক্ষী। ২০১০ সালে ‘দাবাং’ ছবির হাত ধরে বলিউডে আসেন তিনি। এরপর থেকে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন সোনাক্ষী। জানা যায়, ডবল এক্স এল ছবিতে অভিনয়ের সময়ই নাকি আলাপ হয় সোনাক্ষী জাহিরের। আলাপ গড়ায় প্রেমে। জানা যায়, সাত বছর আগে ২৩ জুনই তাঁদের প্রথম আলাপ হয়েছিল সোনাক্ষী জাহিরের।

Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখা...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow