Gold Price: টানা মূল্যবৃদ্ধির পর শুক্রবারে এতখানি কমলো সোনার দাম, রইল লেটেস্ট আপডেট
মূল্যবৃদ্ধির বাজারে সোনার দাম (Gold Price) ক্রমে বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে সোনার দামও ততই পাল্লা দিয়ে বাড়ছে। শুধু যে উৎসব অনুষ্ঠানের জন্যই সোনা কেনা হয়, এমনটা কিন্তু নয়। অনেকেই সোনা, রূপোর মতো ধাতুতে বিনিয়োগ করে থাকেন। তাদের জন্য প্রতিদিনের সোনার দর জানা জরুরি।
বিভিন্ন অনুষ্ঠানের জন্য সোনা কেনার সঙ্গে সঙ্গে যারা সোনায় বিনিয়োগ করেন,তারা জানেন যে প্রতিদিন সোনার দামে হেরফের হতে পারে। কখনো দাম বেড়ে যায়, কখনো আবার কমে যায়। ৫ ই জুলাই শুক্রবার কলকাতায় কত চলছে সোনার দর?
শুক্রবার সোনার দাম
সোনার দামে নিত্য উত্থান পতন লেগেই থাকে। কখনো অনেকটা বেড়ে যায় দাম, কখনো আবার এক ধাক্কায় কমে যায়। আবার কখনো টানা কয়েকদিন ধরে সোনার দাম থাকে অপরিবর্তিত। বুধবারে দাম বেড়েছিল সোনার। এদিন গ্রাম প্রতি ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭,২৩৮ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ছিল ৭,২৩,৮০০ টাকা। বুধবারে ১০০ টাকা বেড়েছিল দাম। বৃহস্পতিবার দাম আরো বেড়েছিল। এদিন গ্রাম প্রতি ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭,৩০৯ টাকা আর এক কেজি সোনার দাম ছিল ৭,৩০,৯০০ টাকা। মোট দাম বেড়েছিল ৭,১০০ টাকা। তবে শুক্রবার স্বস্তি দিয়ে অপরিবর্তিত থাকল সোনার দাম। এদিনও বৃহস্পতিবারের দামেই বিকোচ্ছে ২৪ ক্যারাট সোনা।
বুধবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬,৬৩৫ টাকা এবং ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬,৬৩,৫০০ টাকা। বৃহস্পতিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দর ছিল ৬,৭০০ টাকা এবং কেজি প্রতি দাম ছিল ৬,৭০,০০০ টাকা। মোট দাম বেড়েছিল ৬,৫০০ টাকা। শুক্রবার ২২ ক্যারাট সোনার দামও রয়েছে অপরিবর্তিত।
১৮ গ্রাম সোনার ক্ষেত্রেও বুধবার ১০০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ছিল ৫,৪২,৯০০ টাকা। বৃহস্পতিবার ১ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ছিল ৫,৪৮২ টাকা। এক কেজির দাম ছিল ৫,৪৮,২০০ টাকা। এক্ষেত্রে মোট দাম বৃদ্ধি হয়েছিল ৫,৩০০ টাকা। শুক্রবার অবশ্য দামে কোনো হেরফের হয়নি। বৃহস্পতিবারের দামেই বিকোচ্ছে ১৮ ক্যারাট সোনা।
শুক্রবার রূপোর দাম
গত মঙ্গলবার ১ গ্রাম রূপোর দাম ছিল ৯১ টাকা আর ১ কেজির দাম ছিল ৯১,০০০ টাকা। মোট দাম বৃদ্ধি হয়েছিল ৮০০ টাকা।
বুধবার গ্রাম প্রতি রূপোর দাম ছিল ৯১.৫০ টাকা এবং ১ কেজির দাম ছিল ৯১,৫০০ টাকা। মোট ৫০০ টাকা বেড়েছিল দাম।
বৃহস্পতিবার গ্রাম প্রতি রূপোর দাম ছিল ৯৩ টাকা এবং কেজিতে রূপোর দাম ছিল ৯৩,০০০ টাকা। মোট দাম বেড়েছিল ১,৫০০ টাকা।
শুক্রবার এক গ্রাম রূপোর দাম রয়েছে ৯৩.২০ টাকা। কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৯৩,২০০ টাকা। এদিন ২০০ টাকা দাম বেড়েছে রূপোর।