IPL-এর টিজারে ইনি কে? জনপ্রিয় এই ক্রিকেটারকে চিনতে পারছেন!
মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) তাঁর ক্রিকেট কেরিয়ারের শুরু থেকেই নিজের স্টাইলের জন্য যুবসমাজের আইকন হয়ে উঠেছিলেন। ধোনির সিংহের কেশরের মতো হেয়ারস্টাইল অনুকরণ করেছিলেন অনেকেই। কিন্তু এবার নিজেকে আমূল পাল্টে ফেললেন ধোনি। একদম নতুন লুকে ভাইরাল হলেন নেটদুনিয়ায়।
View this post on Instagram
সম্প্রতি স্টার স্পোর্টসে সম্প্রচারিত চলতি বছরের আইপিএলের নতুন টিজারে ধোনিকে প্রায় চেনাই যাচ্ছে না। তাঁকে একঝলক দেখে মনে হচ্ছে ‘শোলে’-র আইকনিক ভিলেন গব্বর সিং। তবে অবশ্য গব্অবর সিং নয়, তাঁর মতো দেখতে মুম্বইয়ের বাসচালক। ভাইরাল হওয়া টিজারে দেখা যাচ্ছে, ধোনির পরনে খাকি শার্ট ও ট্রাউজার। শার্টের হাতা গোটানো। গলায় ঝোলানো চেক রুমাল। চুলে মিঠুন ছাঁট ও বড় গোঁফ নিয়ে মাহী এক অচেনা ধোনি। তাঁর হাতে মাইক। বোঝাই যাচ্ছে, আইপিএলের গ্যালারিতে বসে গলা ফাটানোর তোড়জোড় করছেন তিনি।
View this post on Instagram
চলতি বছরের আইপিএল অকশনে ধোনিকে বারো কোটি টাকার বিনিময়ে কিনেছে চেন্নাই সুপার কিংস। এবারেও চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে ধোনিকে। 26 শে মার্চ থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত আইপিএল। মহারাষ্ট্রের চারটি স্টেডিয়াম যথা- ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডি ওয়াই পাটিল স্টেডিয়াম, ব্রেবোর্ন স্টেডিয়াম এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চলতি বছরের আইপিএল।
ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে সব মিলিয়ে কুড়িটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রেবোর্ন স্টেডিয়াম ও মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সব মিলিয়ে অনুষ্ঠিত হবে পনেরটি ম্যাচ। চলতি বছরে গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ।
View this post on Instagram