‘দাদাগিরি আনলিমিটেড’-এর মূল আকর্ষণ ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই অত্যন্ত দক্ষ হাতে তিনি সামলাচ্ছেন এই শোয়ের সঞ্চালনা। ভারিক্কি ভাবে নয়, রীতিমত মজাদার ভাবেই তাঁকে ‘দাদাগিরি’ করতে দেখা যায়। অপরদিকে ‘দাদা’-র ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই প্রতিযোগীদের। প্রায় প্রত্যেক পর্বেই সৌরভকে দিতে হয় ব্যক্তিগত প্রশ্নের উত্তর। এবার কৌতূহল সামলাতে পারলেন না ‘অপুদা’ শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। সকলে সৌরভকে ব্যক্তিগত প্রশ্ন করেন। সুতরাং তিনিই বা বাদ যান কেন! তাই শাশ্বত শেষমেষ জিজ্ঞাসা করেই বসলেন।
পয়লা এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। সম্প্রতি ‘দাদাগিরি আনলিমিটেড’-এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন এই ফিল্মের কূশীলবরা। ছিলেন শাশ্বত। বিভিন্ন খেলা ও মজাদার কথার মাঝেই শাশ্বত, সৌরভকে জিজ্ঞাসা করলেন, তাঁর ছোটবেলার প্রথম ক্রাশের কথা। সৌরভও চটজলদি উত্তর দিলেন, তাঁর ক্লাস টিচার ছিলেন তাঁর ক্রাশ। তবে উত্তর দিয়েই ক্ষান্ত নন সৌরভ। তিনিও জিজ্ঞাসা করলেন শাশ্বতর প্রথম ক্রাশের কথা। শাশ্বত বললেন, তাঁর ক্রাশ প্রায়ই পাল্টে যেত।
সবাই একযোগে নস্টালজিক হয়ে পড়লেন। উঠে এল বাঙালির প্রায় উধাও হয়ে যাওয়া পাড়া কালচারের কথা। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হল, শাশ্বতর একসময়ের ক্রাশের বিয়েতে শাশ্বতকেই লুচি পরিবেশন করতে হয়েছিল। সৌরভও হেসে বলেন, এই অভিজ্ঞতা সকলের রয়েছে।
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। শাশ্বত ছাড়াও এই ফিল্মে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), পদ্মনাভ দাশগুপ্ত (Padmanabha Dasgupta), রণিতা দাস (Ranita Das), তনুশ্রী চক্রবর্তী ( Tanushree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty), দেবলীনা কুমার (Devlina Kumar), রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) প্রমুখ।
View this post on Instagram