whatsapp channel

হাড্ডাহাড্ডি টক্কর জগদ্ধাত্রী-ফুলকির, ‘সোনার সংসার’এ বাজিমাত করল কারা!

অভিনেতা অভিনেত্রীরা যেমন দিনরাত খেটে দর্শকদের মনোরঞ্জন করে, তেমনি তাদের কাজ, প্রতিভার প্রতি সম্মান করার জন্যও রয়েছে বিভিন্ন পুরস্কার। বড়পর্দার মতো ছোটপর্দার তারকাদের জন্যও অনুষ্ঠিত হয় বিভিন্ন অ্যাওয়ার্ড শো। বাংলা…

Nirajana Nag

Nirajana Nag

Advertisements
Advertisements

অভিনেতা অভিনেত্রীরা যেমন দিনরাত খেটে দর্শকদের মনোরঞ্জন করে, তেমনি তাদের কাজ, প্রতিভার প্রতি সম্মান করার জন্যও রয়েছে বিভিন্ন পুরস্কার। বড়পর্দার মতো ছোটপর্দার তারকাদের জন্যও অনুষ্ঠিত হয় বিভিন্ন অ্যাওয়ার্ড শো। বাংলা ছোটপর্দায় জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড (Zee Bangla Sonar Sansar Award) শোটি বিশেষ জনপ্রিয় দর্শক মহলে। রবিবার ২৫ ফেব্রুয়ারি ইকো পার্কে অনুষ্ঠিত হয়েছিল জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। কোন ধারাবাহিক পেল সেরার খেতাব, কাদের কাদের হাতে উঠল পুরস্কার, বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

Advertisements

এই মুহূর্তে টিআরপি তালিকার টপে রাজত্ব করছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। প্রতি সপ্তাহেই বাংলা সেরার তকমা ছিনিয়ে নেয় এই সিরিয়াল। অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চেও যে জগদ্ধাত্রীরই রমরমা হবে তা বলা বাহুল্য। সবথেকে বেশি পুরস্কার গিয়েছে এই সিরিয়ালের কাছেই। প্রিয় জুটি, প্রিয় নায়ক নায়িকা, প্রিয় ধারাবাহিক থেকে জি ফাইভ এর মোস্ট ওয়াচড শো এর তকমাও পেয়েছে জগদ্ধাত্রী।

Advertisements

Advertisements

তারপরেই রয়েছে ‘ফুলকি’ এবং ‘নিম ফুলের মধু’। জি এর এই তিন টপ ধারাবাহিকই বেশিরভাগ পুরস্কার জিতে নিয়েছে। প্রিয় ছেলে এবং প্রিয় বউমা হয়েছে রোহিত, ফুলকি আর প্রিয় বর, বউ এর পুরস্কার উঠেছে সৃজন, পর্ণার হাতে। পুরস্কার পেয়েছে ‘ইচ্ছে পুতুল’, ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘মন দিতে চাই’ও।

Advertisements

তবে প্রতিবারের মতো এবারও দর্শক মহলে খানিক অসন্তোষ দেখা দিয়েছে অ্যাওয়ার্ড শো নিয়ে। গত বছর জগদ্ধাত্রী সিরিয়াল বেশিরভাগ পুরস্কার জেতায় উঠেছিল প্রশ্ন। দেবু সারাক্ষণ নিজের শ্বশুরবাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করে করেও ‘প্রিয় জামাই’ এর পুরস্কার জিতে যাওয়ায় তীব্র ক্ষোভের মুখে পড়েছিল প্রযোজনা সংস্থা। উঠেছিল টাকা দিয়ে পুরস্কার কেনার মতো গুরুতর অভিযোগও। এবারেও জগদ্ধাত্রীর রাজনাথ মুখার্জী প্রিয় শ্বশুর ক্যাটেগরিতে পুরস্কার জেতায় উঠতে শুরু করেছে প্রশ্ন। ছেলে বউমাকে না মেনেও কীকরে প্রিয় শ্বশুর হওয়া যায় তা নিয়ে কটাক্ষ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। এখানে রইল পুরস্কার প্রাপকদের সম্ভাব্য তালিকা-

প্রিয় শ্বশুর- রাজনাথ (জগদ্ধাত্রী)

প্রিয় শাশুড়ি- মধুবালা (কার কাছে কই মনের কথা), কৃষ্ণা (নিম ফুলের মধু)

প্রিয় দেওর/ভাসুর- তমাল (ফুলকি)

প্রিয় জা- রুচিরা (নিম ফুলের মধু), পারোমিতা (ফুলকি)

প্রিয় পার্শ্বচরিত্র (পুরুষ)- অখিলেষ (নিম ফুলের মধু)

প্রিয় পার্শ্বচরিত্র (নারী)- কৌশিকী (জগদ্ধাত্রী)

প্রিয় মেয়ে- মেঘ (ইচ্ছে পুতুল), রাই (মিঠিঝোরা)

প্রিয় ছেলে- রোহিত (ফুলকি)

প্রিয় মা- আলো ( আলোর কোলে)

প্রিয় বাবা- অনিন্দ্য (ইচ্ছে পুতুল)

প্রিয় বর- সৃজন (নিম ফুলের মধু)

প্রিয় বউ- পর্ণা (নিম ফুলের মধু)

প্রিয় বউমা- শিমুল (কার কাছে কই মনের কথা), ফুলকি (ফুলকি)

প্রিয় জামাই- সোমরাজ (মন দিতে চাই)

প্রিয় খলনায়ক-রুদ্ররূপ (ফুলকি)

প্রিয় খলনায়িকা- ময়ূরী (ইচ্ছে পুতুল), মেহেন্দি (জগদ্ধাত্রী)

টক ঝাল মিষ্টি জুটি- সোমরাজ-তিতির (মন দিতে চাই)

প্রিয় নতুন সদস্য- নীলু, শৌর্য, রাধা, আদিত্য

প্রিয় ছোট সদস্য- বুবাই (নিম ফুলের মধু), পুপুল (আলোর কোলে)

ডিভা অফ দ্য ইয়ার- পর্ণা (নিম ফুলের মধু)

জি ফাইভ মোস্ট পপুলার ফেস- জগদ্ধাত্রী

জি ফাইভ মোস্ট ওয়াচড শো- জগদ্ধাত্রী

প্রিয় নায়ক-স্বয়ম্ভূ (জগদ্ধাত্রী)

প্রিয় নায়িকা- জগদ্ধাত্রী (জগদ্ধাত্রী)

প্রিয় জুটি- জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ (জগদ্ধাত্রী), পর্ণা-সৃজন (নিম ফুলের মধু)

প্রিয় সংসার- রায়চৌধুরী পরিবার (ফুলকি)

প্রিয় ধারাবাহিক- জগদ্ধাত্রী

whatsapp logo
Advertisements
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই