শীতকাল মানেই ত্বক ফেটে একেবারে চৌচির হয়ে যায়। ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন নরম হয়ে যাওয়া কলা কলাকে যদি ফেলে দেন, তাহলে একেবারেই ফেলে দেবেন না, ব্যবহার করুন ফেটে যাওয়া ত্বক, গা, পা যত্নের জন্য। এছাড়াও ব্যবহার করতে পারেন পাতিলেবু এবং অ্যালোভেরা জেল। তাই আর দেরি না করে চটপট Hoophaap এর পাতায় দেখে নিন, কিভাবে নরম হয়ে যাওয়া কলা, অ্যালোভেরা জেল এবং পাতিলেবু নিয়ে যত্ন নেবেন আপনার সুন্দর পায়ের।
১) পাকা কলা – পাকা কলা দিয়ে ত্বকের যত্ন করতে পারেন বিশেষ করে ফেটে যাওয়া গোড়ালির যত্নে ব্যবহার করুন পাকা কলা। পাকা কলাকে খুব ভালো করে মুখের ওপরে লাগিয়ে অন্তত আধঘণ্টার রেখে দিন। পাকা কলার সঙ্গে যদি প্রয়োজন মনে করেন মিশিয়ে নিতে পারেন সামান্য গ্লিসারিন দেন, তাহলে কিন্তু ত্বকের সমস্যা একেবারে চলে যাবে। তাই আর দেরি না করেই একবার ট্রাই করে দেখতে পারেন।
২) পাতিলেবুর রস – শীতকালে বাজারে প্রচুর পরিমাণে কম দামে পাতিলেবু কিনতে পাওয়া যায়, ভালো করে ঘষতে পারেন, এতে ত্বক সুন্দর পরিষ্কার থাকবে এবং সাথে সাথে ত্বকের সমস্যা অনেকখানি চলে যাবে।
৩) অ্যালোভেরা জেল – অ্যালোভেরা জেল ত্বকের সুন্দর নরম এবং ময়েশ্চারাইজার রাখতে সাহায্য করে। অ্যালোভেরা জেল এর সঙ্গে যদি সামান্য পরিমাণে গ্লিসারিন মিশিয়ে পায়ে লাগাতে পারেন, তাহলে ত্বকের সমস্যা চিরতরে ঠিক হয়ে যাবে।
সতর্কীকরণ- উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনো রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।