Hoop StoryHoop Trending

যে রাঁধে সে চুলও বাঁধে, রাঁচি রেলওয়ে ডিভিশনের দায়িত্ব কাঁধে নিলেন মহিলারা

নারী দিবস উপলক্ষে রাঁচি রেলওয়ে ডিভিশন অফিশিয়াল থেকে জানানো হয় যে, এই স্টেশনের দায়িত্বে থাকবেন সমস্ত মহিলারা। নিরাপত্তাকর্মী থেকে শুরু করে এই স্টেশন থেকে ছাড়া লোকাল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন সমস্ত ট্রেন চালাবেন মহিলারা। স্টেশনের সমস্ত ক্লার্ক থেকে শুরু করে স্টেশনের টিকিট বিক্রি এই সব কিছুর দায়িত্বে থাকবেন মহিলারাই।

পুরুষদের সাথে সাথে মহিলারাও যে সমস্ত কাজকর্মে পারদর্শী এই বিষয়টি প্রমাণ করতেই তাদের এমন পদক্ষেপ বলে জানিয়েছেন রেলওয়ে বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তবে শুধুমাত্র স্টেশনমাস্টার হিসেবে একজন পুরুষ থাকবেন কিন্তু সিগন্যাল বদল এর কাজও করবেন এই মহিলারাই। আন্তর্জাতিক নারী দিবস রাঁচি স্টেশনে সকাল ছটা নাগাদ এই ভাবেই পালিত হল।

মহিলাদের পুরুষদের থেকে কোনো অংশে কম নয় তা বুঝিয়ে দিয়েছেন এই রাঁচি স্টেশনের মহিলারা। আন্তর্জাতিক নারী দিবস কারা এই ভাবেই পালন করলে। কথাতেই আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। এই নারীরা গৃহকর্মের পাশাপাশি পুরুষের মত রেলওয়ে কাজকর্ম চলছে একেবারে পটু তারা তারা প্রমাণ করে দিয়েছেন।

whatsapp logo