Income Tax: আয়কর জমা দেওয়ার সময় এই ভুলটি করলেই হতে পারে জেল ও জরিমানা
ভারতে নতুন আর্থিক বছর শুরু হয়েছে ১লা এপ্রিল থেকেই। আর নতুন অর্থবর্ষ মানেই নতুনভাবে আয়কর ফাইল করার সময় আসন্ন। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন ফাইল করার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। আর এই প্রক্রিয়া চলবে আগামী ৩১ শে জুলাই অবধি। এই নির্দিষ্ট তারিখের আগেই করযোগ্য ব্যক্তিদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। যদি সঠিক উপায়ে এই দিনের আগে আয়কর রিটার্ন দাখিল না করা হয় সেক্ষেত্রে তো জরিমানা লাগবে। এছাড়াও কোনো নাগরিক আয়কর রিটার্ন ভুলভাবে দাখিল করলেও সেটি শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।
সম্প্রতি, আয়কর দফতর থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে নাগরিকদের জন্য। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার আয়কর দফতরের প্রধান কমিশনার মিতালি মধুস্মিতার মতে, আয়কর আইন, ১৯৬১-এর অধীনে, আয়ের ভুল রিপোর্ট করা এবং মিথ্যা রিটার্ন দাখিল করা একটি শাস্তিযোগ্য অপরাধ৷ এরকম কাজ করলে সেই করদাতার আয়করের উপর ১২ শতাংশের বার্ষিক সুদের হার, বকেয়া করের ২০০ শতাংশের জরিমানা এবং সম্ভাব্য আইনি বিচার, যার পরিণতি কারাদণ্ড হতে পারে৷
এই বিজ্ঞপ্তিতে মিতালি মধুস্মিতা আরো জানিয়েছেন, যে করদাতারা ইতিমধ্যে এই ধরনের দাবি করেছেন বা ভুলভাবে রিফান্ড পেয়েছেন তাদের 139(8A) ধারার অধীনে ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে জন্য আপডেট করা রিটার্নস ফাইল করে এবং ধারা 140-B ধারা অনুযায়ী বকেয়া কর পরিশোধ করে বিষয়টি সংশোধন কর নিতে পারবেন। পাশাপাশি তারা ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য, যদি আসল রিটার্ন ইতিমধ্যেই দাখিল করা হয়ে থাকে তাহলে 139(5) ধারা অনুযায়ী সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন।
এবার আপনি বাড়িতে বসে সহজেই আয়কর জমা করতে পারবেন। এর জন্য আপনাকে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে (https://eportal.incometax.gov.in/) -এ যেতে হবে। সেখানে পরপর কয়েকটি ধাপ সম্পূর্ন করলেই আয়কর জমা করা যাবে। আইটি রিটার্ন জমা দিতে হলে প্যান কার্ড, আধার কার্ড, ফর্ম 16, ফর্ম 26-S, স্যালারি স্লিপ, সেকশন 80-C বিনিয়োগ, ভাড়ার স্লিপ, ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সুদের হারের সার্টিফিকেট।
Under the Income-tax Act,1961(the ‘Act’) there are stringent consequences of misreporting of income and claiming wrongful deductions. Those include interest @ 12% /yr, penalty @ 200% of taxes, prosecution which may entail imprisonment
-Pr Chief Commissioner, @IncomeTax_APTS
1/2 pic.twitter.com/wqaA9qG9Fx— PIB in Telangana 🇮🇳 (@PIBHyderabad) July 7, 2023