whatsapp channel

Zara Sengupta: সোনা জিতল যীশুর মেয়ে, গর্বিত নীলাঞ্জনা

সরস্বতী পুজোর সময় মুক্তি পেয়েছে ‘বাবা,বেবি ও ….’। এই ফিল্মে যীশু সেনগুপ্ত (Jissu U Sengupta)-র অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। এবার যীশুর মেয়ে জারা সেনগুপ্ত (Zara Sengupta)-র মুকুটে যুক্ত হল নতুন পালক। বক্তৃতা প্রতিযোগিতায় সোনা জিতেছে সে।

Avatar

HoopHaap Digital Media

সরস্বতী পুজোর সময় মুক্তি পেয়েছে ‘বাবা,বেবি ও ….’। এই ফিল্মে যীশু সেনগুপ্ত (Jissu U Sengupta)-র অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। এবার যীশুর মেয়ে জারা সেনগুপ্ত (Zara Sengupta)-র মুকুটে যুক্ত হল নতুন পালক। বক্তৃতা প্রতিযোগিতায় সোনা জিতেছে সে।

যীশুর কনিষ্ঠ কন্যা জারা। স্কুলে বাংলা ভাষায় আয়োজিত হয়েছিল বক্তৃতা প্রতিযোগিতা। তাতে অংশগ্রহণ করেছিল জারা। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে জারা। তার জন্য গর্বিত মা নীলাঞ্জনা সেনগুপ্ত (Nilanjana Sengupta)। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নীলাঞ্জনা ধন্যবাদ জানিয়েছেন শ্রীজাত (Srijato) -কে। জারার জন্য শ্রীজাতর লেখা কবিতা নীলাঞ্জনার কাছে অনন্য উপহার। সৃজিত মুখার্জী (Srijit Mukherjee) পরিচালিত ফিল্ম ‘উমা’-য় সারা (Sara Sengupta)-র পাশাপাশি ছোট চরিত্রে অভিনয় করেছে জারা।

যীশু অভিনীত ‘বাবা, বেবি ও…..’ মুক্তি পাওয়ার আগে একটি সাক্ষাৎকারে যীশু জানিয়েছিলেন, ফিল্মে মেঘরোদ্দুরের সঙ্গে বাবা হিসাবে তাঁর নিজের অনেক মিল রয়েছে। তিনি এখন জানেন, বাচ্চাদের কিভাবে ধরতে হয়, কিভাবে বেবিফুড বানাতে হয়, কিভাবে গরম জলে বোতল ধুতে হয়। তাঁর বাস্তব জীবনের অভিজ্ঞতা ফিল্মে অভিনয়ের ক্ষেত্রে কাজে লেগেছে।

অপরদিকে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে সারা ও জারা। তারা দুজনেই ইতিমধ্যে অভিনয়ে ডেবিউ করলেও পড়াশোনার জন্য আপাতত বেশি কাজ করছে না তারা।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media