বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব (Ziaul Faruq Apurba) পিতৃহারা হলেন। শুক্রবার সকাল এগারোটার সময় উত্তরায় নিজের বাসভবনে প্রয়াত হন অপূর্বর বাবা মোহাম্মদ ওমর ফারুক (Mohammed Omar Farooq)। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। শেষ রক্ষা হল না। তিয়াত্তর বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
‘আপনজন’ ফিল্মের শুটিং করছেন অপূর্ব। তাঁর সহশিল্পী খায়রুল আলম টিপু (Khairul Alan Tipu) জানিয়েছেন, সকালে শুটিংস্পটে আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন অপূর্ব। পথে বাবার মৃত্যুর খবর পান তিনি। ফলে শুটিং ক্যানসেল করে বাড়ি ফিরে যান তিনি। অপূর্ব সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুসংবাদ জানালে তাঁর অনুরাগীরা শোক প্রকাশ করেছেন। অপূর্বর বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সহকর্মীরাও।
2019 সালে অপূর্বর ছোট ভাই জাহেদুল ফারুক দীপু (Zahedul Farooq Dipu) আত্মহত্যা করেছিলেন। এরপর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন অপূর্বর বাবা।
শুক্রবার আসরের নামাজের পর মোহাম্মদপুর ইকবাল রোড বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে অপূর্বর বাবার জানাজা নামাজ। এরপর মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
View this post on Instagram