দুঃস্থ ছেলেমেয়েদের জন্য লাইব্রেরী তৈরি করে নজির গড়লেন এই শিক্ষক
করোনা ভাইরাসের আবহে স্কুল-কলেজ বন্ধ। মোহালির এক স্কুলে চাকরি করতেন সন্দীপ কুমার। করোনার পর পরিস্থিতি অনেকটা পরিবর্তিত হয়েছে। এতদিনে মানুষ বুঝতে পেরেছে করোনা কে সঙ্গে নিয়েই থাকতে হবে। তাই আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হওয়ার চেষ্টা হচ্ছে। স্কুল-কলেজ বন্ধ কিন্তু ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ক্লাস চলছে। ছাত্র-ছাত্রীরা ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোনের সামনে বসে একেবারে ক্লাসরুমের মতন করে ক্লাস করছে। এই ঘটনাকে মেনে নিতেই হয়েছে।
কিন্তু প্রশ্নটা হল সবার বাড়িতে কি ইন্টারনেট কানেকশন বা অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ রয়েছে! উত্তরটা না। সেই সময় সন্দীপ অনুভব করেন ল্যাপটপ ফোন তো দূরের কথা অনেক ছাত্র ছাত্রীর বাড়িতে সামান্য খাতা, বই, পেন, পেন্সিলও নেই। এসব দেখে তিনি একটি গাড়ি তৈরি করলেন। গাড়িটি কোন যেসে গাড়ি না, গাড়ি ভর্তি রয়েছে বই। এটি হলো একটি চলমান লাইব্রেরী। দুস্থ ছেলে মেয়েদের তিনি এই বইগুলো দিয়ে সাহায্য করছেন।
করোনা মানুষের জীবনে অনেক পরিবর্তন এনেছে। মুখে মাস্ক পরা, ক্রমাগত হাত পা ভালো করে সাবান দিয়ে ধোয়া এবং সব মিলিয়ে মানুষের সম্পর্কটা অনেকটা সোশ্যাল মিডিয়া নির্ভর করে দিয়েছে। ঘরমুখো করেছে। এখন এই সবকিছুই খুব স্বাভাবিক হয়ে গেছে। মানুষকে বেরোতেই হবে অর্থনৈতিক কাঠামোকে চাঙ্গা করতে। করোনাকে নিয়েই প্রত্যেকটা মানুষকে চলতে হবে। সন্দীপ এর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। সে নিজের চেষ্টায় দুস্থ ছেলে মেয়েদের পাশে বইখাতা নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।