whatsapp channel
Hoop News

মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে গ্যাসের দামে বড়সড় পরিবর্তন, রইল নতুন দামের বিস্তারিত তথ্য

দেশের অন্যান্য শহরেও বুধবার থেকেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম

জুলাই মাসের শুরুতেই মধ্যবিত্তের চিন্তা বাড়লো৷ দেশের তেল বিপননকারী সংস্থাগুলি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে৷ দিল্লিতে এই ভর্তুকিহীন ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ টাকা বাড়ানো হয়েছে৷ যার ফলে, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়ে ৫৯৪ টাকাতে এসে পৌঁছেছে৷ দেশের অন্যান্য শহরেও বুধবার থেকেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম৷

সিলিন্ডার প্রতি কলকাতায় ৪ টাকা, মুম্বইয়ে ৩ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ৪ টাকা দাম বেড়েছে এলপিজি গ্যাসের৷ এর মধ্যেই অবশ্য রয়েছে ভালো খবরও। ১৯ কেজি সিলিন্ডারের দাম কমিয়েছে তেল বিপননকারী সংস্থাগুলো৷ এর আগে জুন মাসে দিল্লিতে ১১ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল ১৪.২ কেজির ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম৷

ভারতের অন্যতম তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে বিভিন্ন শহরে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, দিল্লিতে সিলিন্ডার প্রতি ১ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হয়েছে ৫৯৪ টাকা৷ কলকাতায় ৪ টাকা ৫০ পয়সা বেড়ে ৬১৬ টাকা থেকে ৬২০.৫০ টাকাতে এসে ঠেকেছে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম৷ মুম্বইয়ে ৪ টাকা বেড়ে ৫৯০ টাকা থেকে ৫৯৪ টাকা হয়েছে এই দাম৷ চেন্নাইয়ে ৪ টাকা বেড়ে ৬০৬.৫০ টাকা থেকে ৬১০.৫০ টাকা হয়েছে৷ তবে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১১৩৯ টাকা ৫০ পয়সা থেকে কমে ১১৩৫ টাকা হয়েছে দিল্লিতে৷

whatsapp logo