ডাকের সাজে মা দুর্গা সেজে উঠেছে নৈহাটির বিজয়নগর সেবা সমিতির মণ্ডপে
থিমের পুজোর যতই প্রচলন হোক না কেন ডাকের সাজে মা দূর্গা কে দেখার আনন্দটাই আলাদা। শ্বেত শুভ্র ডাকের সাজে সেজে উঠেছে মা এবং তার সন্তান-সন্ততিরা। আর প্যান্ডেল এর মধ্যেও রয়েছে অসাধারণ কারুকার্য। প্যান্ডেলে ঢোকার মুখে রয়েছে বুদ্ধের ছবি। নীল আলোর ঝলকানিতে অদ্ভুত একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পুরো প্যান্ডেল চত্বর জুড়ে।
এবছর নৈহাটির বিজয়নগর সেবা সমিতি ছোটর উপর খুব সুন্দর প্যান্ডেল এবং ডাকের সাজে মা দূর্গাকে তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। করোনার আবহে এবার প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখা একেবারেই বন্ধ। কারণ ভিড় বাড়ালেই সেখানে করোনার প্রকোপ বাড়বেই, তাই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য হেঁটে নয় নেটে ঠাকুর দেখুন। অর্থাৎ এবারে ঠাকুর দেখার একমাত্র মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া।
এ বছরের শুরু থেকেই করোনাভাইরাস এর থাবা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে। আনন্দ অনুষ্ঠানে একসঙ্গে জমায়েত সব কিছুই বাদ পড়েছে। দূর্গা মাকে যে মর্তে এনে পুজো করা হচ্ছে এটাই বাঙ্গালীদের কাছে অনেক।