Vastu Tips: ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, অফিস চত্বরে লাগান পাঁচটি অসাধারণ গাছ
ব্যবসাকে যদি আরো মজবুত করতে চান, আর অফিসকে যদি একাধারে একটু নতুনভাবে সাজাতে চান? তাহলে অফিস চত্বরে বা অফিস ডেস্ক এর উপরে লাগিয়ে ফেলতে পারেন অসাধারণ গাছ। অফিস যেমন দেখতে সুন্দর লাগবে ঠিক তেমনি অক্সিজেন সরবরাহ হতেও কিছু কমতি হবে না, তবে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি এই গাছগুলো লাগাতে পারেন তাহলে আপনি অর্থনৈতিক সংকট থেকেও অনেকটা দূরে থাকবেন। খাইয়া দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন কোন পাঁচটি গাছ যা আপনার অর্থনৈতিক সংকট থেকে আপনাকে দূরে রাখবে।
১) তুলসী গাছ – তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়। হিন্দু ধর্মের প্রতিটি ঘরেই একটি করে তুলসী গাছ অন্তত থাকে। অফিসেও আপনি একটি তুলসী গাছ রাখতে পারেন, উত্তর-পূর্ব বা উত্তর-পূর্ব দিকে একটি তুলসী গাছ রাখলে আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে।
২) মানি প্ল্যান্ট – বাস্তু অনুসারে, যে গাছটিকে আপনাকে রাখতেই হবে সেটি হল মানিপ্ল্যান্ট। এটি মানিপ্ল্যান্ট আপনি আপনার ঘরে যেমন রাখতে পারেন, ঠিক তেমনি একটি মানিপ্ল্যান্ট আপনি আপনার অফিস এর জায়গাতেও অবশ্যই রাখতে পারেন। অফিসের জায়গায় দেওয়ালে খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারেন মানিপ্ল্যান্ট।
৩) লাকি বাম্বু – অফিস ডেস্কের উপরে অবশ্যই একটি লাকি বাম্বু রেখে দিন। লাকিবাম্বু অত্যন্ত ভালো বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। যদি ব্যবসায় মন্দা যায়, তাহলে এই লাকি বাম্বু আপনার ভাগ্যকে বদলে দিতে পারে।
৪) পদ্ম গাছ – পদ্ম সম্পদের দেবী, ভগবান বুদ্ধ এবং লক্ষ্মীর সাথে সম্পর্কিত। পদ্মের উপস্থিতি সমৃদ্ধি এবং সম্পদকে আকর্ষণ করে এবং সেই কারণেই এটি বাস্তু অনুসারে অফিসের জন্য সেরা অন্দর গাছগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত।
৫) ওয়াটার লিলি – পরিবেশকে শুদ্ধ করার জন্য এই গাছটি অসাধারণ এই গাছটির আধ্যাত্মিক অনেক প্রভাবও রয়েছে, তাই ব্যক্তি এই গাছ যদি অফিসে লাগাতে পারেন, তার অফিসের সৌন্দর্য বাড়ার সঙ্গে সঙ্গে অফিসের মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি প্রবেশ করবে।