সুন্দরভাবে বাড়ি সাজাতে বসান অ্যাগলোনিমা সহজ পদ্ধতি শিখে নিন
যারা ছোট বাড়িতে থাকেন, তেমন বাড়ির মধ্যে রোদ ঢোকে না অথচ গাছের শখ আছে এবং পরিবেশকে পরিশুদ্ধ করতে চান তারা অনায়াসে ঘরের মধ্যে কিংবা ব্যালকনিতে গাছ লাগাতে পারেন।
এই গাছের জন্য প্রথমে মাটি প্রস্তুত করতে হবে। এই গাছের জন্য প্রয়োজন কোকো পিট, সামান্য বাগানের মাটি, গোবর সার, লাল বালি ভাল করে মিশিয়ে নিন একটি টবের মধ্যে রাখতে পারেন।
কোনো নার্সারি থেকে ভাল জাতের গাছ কিনে এনে টবের মধ্যে প্রতিস্থাপন করুন। এই গাছের পাতাগুলো মোট তিন প্রকারের হয়ে থাকে। লাল, সবুজ এবং সিলভার। নার্সারিতে গিয়ে আপনি আপনার মনের মত গাছ কিনে আনতে পারেন।
উজ্জ্বল আলো যুক্ত স্থানে এই গাছকে রাখতে হবে। ব্যালকনিতে যেখানে হালকা আলো আসছে কিন্তু রোদ পাচ্ছে না এমন জায়গা বাছতে হবে।
মাটিকে সব সময় স্যাঁতস্যাঁতে ভিজে থাকতে হবে। তবে কখনই গোড়ায় জল দাঁড়াতে দেওয়া যাবেনা। সকাল-বিকেল অল্প অল্প করে গাছের গোড়ায় জল দিন।
গাছে একটি বিষধর ফল হয় এ ফলটি হলে ফলটি গাছ থেকে কেটে দেবে। না হলে বাড়িতে বাচ্চা থাকলে কোন বিপদ ঘটে যেতে পারে।