whatsapp channel

SaReGaMaPa: চ্যাম্পিয়ন হল গুরুর প্রিয় শিষ্য! সারেগামাপা-র ফলাফল নিয়ে ক্ষোভে ফুঁসছেন দর্শকরা

বাংলার উঠতি গায়ক গায়িকাদের মধ্যে সকলেরই নজর থাকে জি-বাংলার সারেগামাপা-র উপর। এটি এখনও অব্দি বাংলা টেলিভিশনের সর্বাপেক্ষা জনপ্রিয় রিয়েলিটি শো। এই মঞ্চ থেকেই উত্থান ঘটেছে একাধিক নামজাদা শিল্পীর। রবিবার ছিল…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বাংলার উঠতি গায়ক গায়িকাদের মধ্যে সকলেরই নজর থাকে জি-বাংলার সারেগামাপা-র উপর। এটি এখনও অব্দি বাংলা টেলিভিশনের সর্বাপেক্ষা জনপ্রিয় রিয়েলিটি শো। এই মঞ্চ থেকেই উত্থান ঘটেছে একাধিক নামজাদা শিল্পীর। রবিবার ছিল এই সিজনের গ্র্যান্ড ফিনালে। সেরার সেরা গায়ক-গায়িকাকে বেছে নেওয়ার দিন। নিয়ম মেনে মঞ্চ সেজে উঠল, পারফর্ম করলেন ৬ ফাইনালিস্ট, সেরার সেরা বেছে নেওয়া হল দু’জনকে। কিন্তু তাতে যেন সন্তুষ্টি এল না দর্শকদের মনে। বরং এই বিচার নিয়ে তাদের মধ্যে জমল ক্ষোভ।

রবিবার সারেগামাপা-২০২৩-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে ৬ ফাইনালিস্টের মধ্যে সেরার সেরা শিরোপা জিতে নিলেন পদ্মপলাশ হালদার (Padmapalash Halder) এবং অস্মিতা কর (Asmita Kar)। দ্বিতীয় স্থানে রইলেন অ্যালবার্ট কাবো। এবং তৃতীয় স্থানে সোনিয়া গ্যাজমের। কিন্তু এই ফলাফল নিয়ে মোটেই খুশি নন দর্শকরা। এই ফলাফল নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন অনেকেই। এমনকি পরবর্তী সময়ে এই এই রিয়েলিটি শো না দেখার কথাও বলেছেন অনেকেই। ফেসবুকে ঘুরছে সেসব কথাবার্তা। কেউ লিখেছেন, ‘অ্যালবার্ট কাবো এই সিজনের সেরা ছিল। ফের একবার ভুল সিদ্ধান্ত নিল বিচারকরা।’ আরেকজনের অভিযোগ, ‘গুরুজির ছাত্র বলে কথা। ওকে তো জেতাবেই। একজন গোটা সিজনে কীর্তন গাইল। কোনও ভার্সেটালিটি নেই। কীভাবে তাও জিততে পারে পুরস্কার?’

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরের প্রতিযোগী পদ্মপলাশকে বরাবরই গুরু অর্থাৎ পন্ডিত অজয় চক্রবর্তীর (Pandit Ajoy Chakraborty) ঘনিষ্ঠ বলে অভিযোগ ছিল অন্যান্য প্রতিযোগী থেকে দর্শকদের। তাকে কঠিন গান গাইতে না দেওয়ার অভিযোগও ছিল। অনেকের দাবি, কীর্তন গেয়েই সারেগামাপা-২০২৩-এর খেতাব জিতে নিল সে। এমনকি রবিবারও তার গলায় গণেশ বন্দনা শোনা যায়। অন্যদিকে ভিউয়ার্স চয়েস পুরস্কার পান অ্যালবার্ট কাবো। এই বিষয়টি নিয়ে দর্শকদের মতামত, ‘ভিউয়ারস চয়েস অ্যাওয়ার্ডই তো বুঝিয়ে দিচ্ছে কে কতটা জনপ্রিয়। যতই বিচারকরা গুরুজির মন রাখতে পদ্মপলাশকে জেতাক। সারেগামাপা-র বিজেতা হওয়ার কোনও গুণ ওর নেই। একা অস্মিতাকে ট্রফি দেওয়া হলে তাও বুঝতাম।’

প্রসঙ্গত, পন্ডিত অজয় চক্রবর্তীর গুরুকুল, যেটি ‘শ্রুতিনন্দন’ নামে পরিচিত, সেখানের সুযোগ্য ছাত্র হলেন পদ্মপলাশ। তাই তাদের মধ্যে আগে থেকেই একটি যোগসূত্র রয়েই গেছে। আর এই সূত্র ধরেই পক্ষপাতিত্বের অভিযোগে শোরগোল পড়েছে সামাজিক মাধ্যমে। তবে আপাতত এই ৬ ফাইনালিস্টকেই তালিম দেবেন পন্ডিতজি, এমনটাই জানা গেছে।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা