Hoop NewsHoop Trending

Pension News: পেনশনভোগীদের জন্য বাম্পার ঘোষণা, ৫০ শতাংশ বেড়ে যাচ্ছে পেনশন, কারা পাবেন জানুন

বয়স হয়েছে আবার পরে পেনশনের টাকাতেই অনেকের সংসার চলে। সম্প্রতি পেনশন ভোগীদের জন্য রয়েছে দারুণ সুখবর। বৃদ্ধ-বৃদ্ধাদের কপালে চিন্তার ভাঁজ অনেকটা কমতে চলেছে। বয়স হয়ে যাওয়ার পরে চাকরি চলে যাওয়ার পরে একমাত্র পেনশনের টাকাতেই অনেকের সংসার চলে না, এমনটা দেখাই যায়। তাই আর দেরি না করে পেনশন এর ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে।

কেন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে যারা পেনশন পাচ্ছেন তার থেকে আরও ৫০ শতাংশ পেনশন পাবেন, বলে জানানো হয়েছে। পেনশন বেড়ে যাওয়ার পরই সরাসরি বাড়তি টাকা একাউন্টে ঢুকবে, এমনটাই জানানো হয়েছে, কিন্তু জানেন কি কারা এই পেনশন পাবেন জেনে নিন। ২০০৬-এ যে সমস্ত কর্মীরা অবসর নিয়েছিলেন যারা শাসকীয় সেবক তাদের পরিবারের জন্য এই সুবিধা মিলবে এবার ৷ এতে অতিরিক্ত পেনশন দেওয়ার বিষয়ে উল্লিখিত করা হয়েছে।

এক্ষেত্রে বলা হয়েছে ৮০ থেকে ৮৫ বছর বয়সী পেনশন ভোগীরা ২০ শতাংশ বাড়তি পেনশন পাবেন। যাদের বয়স ৮৫ বছর থেকে ৯০ বছর পর্যন্ত তারা পাবেন ৩০ শতাংশ বাড়তি পেনশন। ৯৫ বছর বয়স থেকে ১০০ বছর পর্যন্ত যারা বেঁচে থাকবেন বা তাদের পরিবার পাবেন পঞ্চাশ শতাংশ বাড়তি পেনশন।

Related Articles