বাড়িতে টবে সহজ পদ্ধতিতে চাষ করুন শীতকালীন ফুল ইম্পেশনস
বাড়িতে খুব সহজেই চাষ করতে পারেন শীতকালীন ফুল ইম্পেশনস। আপনার বাড়ির সামনে যদি একটু জায়গা থাকে, তাহলে সেই জায়গাটিকে ভরিয়ে ফেলতে পারেন এই ফুল গাছে। কিংবা বাড়ির সামনে জায়গা যদি না থাকে আর আপনার যদি ছাদ বাগানের শখ থাকে তাহলে ছাদের মধ্যে ছোট ছোট টবে চাষ করে ফেলুন এই গাছ। সারা শীতকালটা হরেকরকম ফুলে ভর্তি হয়ে থাকবে। নার্সারি থেকে চারার দাম খুবই কম। ৫টাকা থেকে শুরু এই চারার দাম।
এই গাছের জন্য একটু চ্যাপ্টা আকৃতির টব বাছতে পারেন। প্রথমে নার্সারি থেকে চারা কিনে এনে কিছুদিন ছায়ায় রাখতে হবে। তারপর টবের মধ্যে মাটি প্রস্তুত করে নার্সারি থেকে আনা গাছ প্রতিস্থাপন করতে হবে।
গাছ প্রতিস্থাপন এরপর ভাল করে জল দিয়ে দিন। এখানে মাটি তৈরির জন্য প্রয়োজন কোকো পিট, বাগানের মাটি, গোবর সার। ভাল করে মিশিয়ে নিয়ে মাটি প্রস্তুত করুন। গাছ টবে প্রতিস্থাপন করার পরেও অন্তত দু তিনদিন একটু ছায়া রাখুন।
তারপর গাছ পুরো রোদের মধ্যে রাখতে হবে। এই গাছ রোদ পছন্দ করে। সন্ধ্যেবেলা সূর্যাস্তের পরে গাছের গোড়ায় জল দিয়ে দিন। ১০ দিন অন্তর অন্তর সরষের খোল পচা তরল সার দিয়ে দিন। এইভাবে নিয়ম করে এই গাছের চাষ করতে পারলে আপনার ছাদ বাগান ভরে যাবে সুন্দর ফুলে।