Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: মেয়ের প্রেমিককে হাতেনাতে ধরে উচিত শিক্ষা দিল মা, কি হলো দেখুন

Shreya Chatterjee

Shreya Chatterjee

১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনসডের দিনে গোটা সোশ্যাল মিডিয়ার ছেয়ে গিয়েছে প্রেমিক, প্রেমিকার রোমান্টিক ছবিতে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে, মেয়ের ভ্যালেন্টাইন্স ডে তে একেবারে মাটি করে দিয়েছে তার মা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছাদের মধ্যে উদ্বিগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, এক কিশোরী আর তার কিছুটা দূরেই তার মা খুঁজে বেড়াচ্ছেন। আর একজন কে বুঝতে পারছেন না? আর একজনকে সেই কিশোরীর বয়ফ্রেন্ড অর্থাৎ প্রেমিক থেকে খুঁজে বেড়াচ্ছেন সেই কিশোরীর মা।

কিছুক্ষণ পরেই সেই মেয়ের মা ছেলেটিকে খুঁজে বার করেছে, তারপর এই বকুনি দিয়েই হয়নি, চপ্পল বের করে ছেলেটিকে তাড়াও করেছে। মাকে লুকিয়ে প্রেম করার শাস্তি পেয়েছে মেয়েটিও। চপ্পল দিয়ে মা বেধড়ক পেটাতে শুরু করে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথে একেক জন একেক রকম মন্তব্য শুরু করেছেন তবে এমন হিটলার মা থাকলে, কিন্তু প্রেম করাবে বেশ কঠিন ব্যাপার।

তাহলে বুঝতে পারছেন, ভ্যালেন্টাইন্স ডে তে কিন্তু শুধুমাত্র যে ভালো ভালো বিষয় ঘটে তা কিন্তু নয়, এমন অপ্রত্যাশিত ঘটনাও ঘটে যেতে পারে। চারিদিকে একটু চোখ রাখুন আপনিও যদি ভিডিওটি দেখতে মিস করে থাকেন তো চটপট দেখে ফেলুন অসাধারণ এই মজার ভিডিও। একেক জন একেক রকম মন্তব্য করেছেন, আপনিও কিন্তু ভিডিওটি দেখে আপনার মন্তব্য আমাদের কাছে শেয়ার করতে পারেন। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন অসাধারণ এই ভিডিওটি –

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক