whatsapp channel
BollywoodHoop Plus

Varun Dhawan: শীঘ্রই বরুণ ধাওয়ানের পরিবারে আসতে চলেছে খুদে সদস্য!

বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান প্রজন্মের হার্টথ্রব হিরোদের মধ্যে অন্যতম হলেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। ইতিমধ্যে একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি মন জয় করেছেন দর্শকদের। অনেক কারণে ট্রোলের শিকারও হয়েছেন তিনি। তবে দেশজুড়ে এই হ্যান্ডসাম অভিনেতার মহিলা ভক্তদের সংখ্যা অগণিত। তবে এবার এক অন্য কারণে শিরোনামে অভিনেতা। তিনি নাকি বাবা হতে চলেছেন। এই খবরে এখন মশগুল নেটদুনিয়া। বি-টাউনের আনাচে কানাচেও এই গুঞ্জন রটেছে বিস্তর। তাহলে কি সত্যিই এবার সুখবর আসতে চলেছে ধাওয়ান পরিবারে? এই প্রশ্নের জবাব দিলেন অভিনেতা নিজেই।

২০২১-এর ২৪ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন বরুণ ধাওয়ান ও তাঁর দীর্ঘদিনের বন্ধু নাতাশা দালাল (Natasha Dalal)। নাতাশা দালাল হলেন বরুণের ছোটবেলার বন্ধু। পেশাগত দিক থেকে তিনি এক মডেল। তাই এই দুই তারকার বিয়ে নিয়ে যেমন উন্মাদনা ছিল ভক্তদের মধ্যে, তেমনই রয়েছে তাদের প্রথম সন্তানকে নিয়েও। আর এই জল্পনা শুরু হয় কয়েকদিন আগে। মুম্বইয়ের খার এলাকার একটি স্ত্রী-রোগ বিশেষজ্ঞের ক্লিনিকের সামনে দেখা গিয়েছিল ধাওয়ান দম্পতিকর। আর সেখানেই প্যাপদের ক্যামেরায় বন্দি হন তারা। আর এই ছবি সামাজিক মাধ্যমে নিমেষে ভাইরাল হয়ে যায়। তারপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে বরুণ-নাতাশা হয়ত বাবা-মা হতে চলেছেন।

আর এবার এই গুঞ্জনের সত্যতা জানিয়ে দিলেন অভিনেতা বরুণ ধাওয়ান নিজেই। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান যে তারা স্ত্রীরোগ বিশেষজ্ঞর কাছে যাননি সেদিন, তারা গিয়েছিলেন চর্মরোগ বিশেষজ্ঞর কাছে। পাশেই সেই ফার্টিলিটি ক্লিনিক ছিল। কাজ সেরে সেখান থেকে বেরোতেই সেখানে নাকি তাদের পরিচিত কারো সঙ্গে দেখা হয় তাদের। আর সেই স্ত্রীরোগ বিশেষজ্ঞর ক্লিনিকের সামনে দাঁড়িয়ে কথা বলেন তারা শুধুমাত্র। তবে এই গুঞ্জনে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন বরুণ। তার কথায়, ‘লোকজন যা খুশি তাই লেখালিখি শুরু করেন। ঠিক কী ঘটেছে তা জানার প্রয়োজন বোধ করেন না। এমন কিছু লেখা হচ্ছে, যে খবরের কোনও ভিত্তি নেই। এটা তো সময় কাটানো বিষয় নয়।’

তবে এই প্রথম নয়, এর আগেও অনেকবার অভিনেতার বাবা হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ‘বিগ বস-১৬’-এর বাড়িতে বরুণ ও কৃতি শ্যানন (Kriti Sanon) এসেছিলেন তাঁদের ছবি ‘ভেড়িয়া’-র প্রচারে৷ সেখানে সলমন খান (Salman Khan) একটি জল্পনা উসকে দেওয়া প্রশ্ন করেন৷সলমন সরাসরি বরুণকে জিজ্ঞাসা করেন, পিতৃত্ব বিষয়ে তিনি কী ভাবছেন৷

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা