whatsapp channel

Koel Mallick: মা হওয়ার পরও কমেনি এতটুকু গ্ল্যামার, গোলাপি পোশাকে এইভাবে ধরা দিলেন কোয়েল

বাংলা অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন কোয়েল মল্লিক। অভিনেতা রঞ্জিত মল্লিকের যোগ্য সন্তান কোয়েল। বাংলা সিনেমায় খুব ছিমছাম আর সাবলীল অভিনয় কোয়েল কিন্তু আমাদের উপহার দিয়েছেন। দেব, জিত, পরমব্রত আরো…

Shreya Chatterjee

Shreya Chatterjee

বাংলা অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন কোয়েল মল্লিক। অভিনেতা রঞ্জিত মল্লিকের যোগ্য সন্তান কোয়েল। বাংলা সিনেমায় খুব ছিমছাম আর সাবলীল অভিনয় কোয়েল কিন্তু আমাদের উপহার দিয়েছেন। দেব, জিত, পরমব্রত আরো অনেক হ্যান্ডসাম অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন কোয়েল। সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ আছেন তিনি। কখনো মিষ্টি লুক নিয়ে কখনো আবার হট লুকে তিনি নেটিজেনদের কাছে ধরা দেন।

এইভাবে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা সিনেমা করার পাশাপাশি তাদের ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য আলাদা করে সোশ্যাল মিডিয়াতে বেশ ভালইভাবে অ্যাক্টিভ থাকতেন। তাদের প্রতিদিনের প্রতিদিন তারা কি কি খান? কখন ঘুম থেকে ওঠেন? কিভাবে তারা ত্বকের পরিচর্যা করেন কিভাবে তারা জীবন যাপন চালান, তার প্রতিটা জিনিস এখন প্রত্যেকটা সাধারণ মানুষের নখ দর্পনে।

সম্প্রতি তাকে দেখা গেল ইনস্টাগ্রামে একেবারে নতুন অবতারে। কোয়েল মল্লিক যখনই যেভাবে আসেন তখনই তাকে একেবারে নতুন মনে হয় তার মধ্যে অদ্ভুত একটা ফ্রেশ লুক আছে। তাইতো Instagram এ কোয়েলের অনুরাগীদের সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না, এক একটা ছবি আসার পরে সকলে একেবারে তার ছবির উপরে ঝাঁপিয়ে পড়েন, কমেন্ট বক্সে কমেন্টের ঝড় উঠে যায়।

গোলাপি রঙের পোশাকে নজর কাড়লেন কোয়েল মল্লিক। কোমরে পরেছেন কালো বেল্ট, বেল্ট এর উপরে অসাধারণ সুন্দর কাজ সবচেয়ে সুন্দর নজর কেড়েছে তার অসাধারণ সুন্দর ঝোলা দুল এবং চুল পনিটেল করে বেঁধেছেন, তার সঙ্গে অসাধারণ খুব সাধারণ মেকআপে সেজে উঠেছেন।Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ ছবি-

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক