Ankita Mallick: পরনে কনের সাজ, চুপিসারে বিয়ে সেরে ফেললেন ‘জগদ্ধাত্রী’!
বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে জ্যাস ওরফে জগদ্ধাত্রীর ভূমিকায় দেখা মিলছে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)-এর। জ্যাসের চরিত্র পুরোপুরি অ্যাকশনে ভরপুর। অপরদিকে জগদ্ধাত্রী ততোধিক ঘরোয়া। অঙ্কিতা কিন্তু সব ধরনের চরিত্রে সমান সাবলীল। জগদ্ধাত্রী ওরফে জ্যাসের চরিত্রে পর্দায় অভিনয় করলেও অঙ্কিতা কলকাতার সেলিব্রিটি ফটোগ্রাফার রুদ্র সাহা (Rudra Saha)-র ক্যামেরায় ফ্রেমবন্দি হলেন নববধূর রূপে যার পরনে রয়েছে জামদানি শাড়ি।
রুদ্র নিজেই ছবিটি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ব্যাকগ্রাউন্ডে বাজছে কিংবদন্তী উস্তাদ বিসমিল্লাহ খান (Ustad Bismillah Khan)-এর টোড়ি রাগের সানাই। অঙ্কিতার পরনে রয়েছে লেমন ইয়েলো রঙের জামদানি। তাতে সাদা রঙের কারুকার্য জামদানির সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। শাড়ির পাড় জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। শাড়ির আঁচলের ঘোমটায় মাথা আবৃত করেছেন অঙ্কিতা। লেমন ইয়েলো রঙের ব্লাউজেও রয়েছে জামদানির কারুকার্য। খোঁপায় রয়েছে লাল রঙের গোলাপফুল। সাদা টোপর পরেছেন অঙ্কিতা। সিঁথিতে রয়েছে সোনালি রঙের টিকলি ও টায়রা। গলায় রয়েছে সাদা রঙের মুক্তোর সাতনরি নেকলেস। কানে রয়েছে সোনালি রঙের মুক্তোর চেন দেওয়া ইয়ারিং। কোমরে রয়েছে মুক্তোর কোমরবন্ধ। হাতে শাঁখা-পলা-নোয়ার সাথে রয়েছে স্টোন স্টাডেড বাউটি। নাকে সোনালি নথ পরেছেন অঙ্কিতা। তাতে লাল ও সাদা পুঁতি বসানো।
হাতের তালুতে মেহেন্দি পরিবর্তে লাল রঙের আলতা দিয়ে তৈরি করা হয়েছে কারুকার্য। উজ্জ্বল মেকআপ করেছেন অঙ্কিতা। চোখের কোল ভরেছে কাজলে। শিমারি আইশ্যাডোয় উজ্জ্বল হয়েছে দুই চোখ। গালে রয়েছে গোলাপি হাইলাইটারের ছোঁয়া। ঠোঁট রেঙেছে মেরুন রঙের লিপস্টিকে। কপাল সাদা চন্দন চর্চিত। চন্দনের মাঝে রয়েছে লাল টিপ। হাতে ধরা লাল রঙের গাছকৌটো। ক্যাপশনে রুদ্র লিখেছেন, জামদানির সাজে বিয়ের কনে।
চার বছর ধরে মডেলিং-এর পর অভিনয়ে আসেন অঙ্কিতা। একাধিক বার অডিশন দিয়ে রিজেক্ট হয়েছেন তিনি। কিন্তু অঙ্কিতা জানিয়েছেন ‘জগদ্ধাত্রী’ তাঁর মনের সব দুঃখ কাটিয়ে দিয়েছে।
View this post on Instagram