whatsapp channel

TRP: ‘গৌরী এলো’-র জোর টক্করে মুখ থুবড়ে পড়ল ‘জগদ্ধাত্রী’, শীর্ষস্থান কার দখলে!

জুনের শুরুতেই বড়সড় পরিবর্তন ঘটেছিল বাংলা মেগা সিরিয়াল ও রিয়েলিটি শোয়ের টিআরপি তালিকায়। তবে এই সপ্তাহে ফের তালিকার শীর্ষস্থান দখল করল জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহে সকলকে অবাক করে…

Avatar

Debaprasad Mukherjee

জুনের শুরুতেই বড়সড় পরিবর্তন ঘটেছিল বাংলা মেগা সিরিয়াল ও রিয়েলিটি শোয়ের টিআরপি তালিকায়। তবে এই সপ্তাহে ফের তালিকার শীর্ষস্থান দখল করল জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহে সকলকে অবাক করে দেওয়া ‘গৌরী এলো’ ধারাবাহিকটি পেয়েছে দ্বিতীয় স্থান। এবারও তৃতীয় স্থান পেল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটি। এবারেও চতুর্থ স্থানে দখল করল ‘নিম ফুলের মধু’। এই সপ্তাহে পঞ্চম দখল করল পরাবাস্তবিক ধারাবাহিক ‘পঞ্চমী’।

এই সপ্তাহে ষষ্ঠ স্থান দখল করল ‘এক্কা দোক্কা’ ও ‘হরগৌরী পাইস হোটেল’ এই একজোড়া ধারাবাহিক। এবার সপ্তম স্থানে নেমে এল ‘রাঙা বউ’ ধারাবাহিকটি। এই সপ্তাহে অষ্টম স্থান দখল করল ধারাবাহিক- ‘মেয়েবেলা’। নবম স্থানে নেমে এল ‘মেয়েবেলা’ সিরিয়ালটি। তবে এই সপ্তাহে দশম স্থানে রইল একজোড়া ধারাবাহিক- ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ও ‘সোহাগ জল’। এদিকে শেষের মুখে ব্যাপক ছন্দপতন ঘটল ‘মিঠাই’-এর। এই সপ্তাহে তালিকার সপ্তদশ স্থান পেল এই ধারাবাহিক। একনজরে দেখে নিন এই সপ্তাহের পূর্ণাঙ্গ টিআরপি তালিকা:-

(১) অনুরাগের ছোঁয়া – ৮.১
(২) গৌরী এলো – ৭.৭
(৩) জগদ্ধাত্রী – ৭.৩
(৪) নিম ফুলের মধু – ৬.৩
(৫) পঞ্চমী – ৫.৯

(৬) এক্কা দোক্কা, হরগৌরী পাইস হোটেল – ৫.৭
(৭) রাঙা বউ – ৫.৬
(৮) মেয়েবেলা – ৫.৩
(৯) বাংলা মিডিয়াম – ৪.৯
(১০) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, সোহাগ জল – ৪.৬

(১১) গাঁটছড়া – ৪.৪
(১২) খেলনা বাড়ি – ৪.৩
(১৩) রামপ্রসাদ, ইচ্ছে পুতুল – ৩.৯
(১৪) মুকুট – ৩.৭
(১৫) গোধূলি আলাপ – ৩.৫

(১৬) মন দিতে চাই – ৩.২
(১৭) মিঠাই – ২.৬
(১৮) শ্রীকৃষ্ণ লীলা – ২.৪
(১৯) গুড্ডি – ২.১
(২০) ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ – ১.৪

রিয়েলিটি শো

(১) জলসা উইকেন্ড ফিকশন অভারল – ৫.৩
(২) ড্যান্স বাংলা ড্যান্স – ৪.৯
(৩) দিদি নং-১ – ৪.২

Avatar

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা