whatsapp channel

Madhumita Sarcar: রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় এটা কি করলেন মধুমিতা!

টলিউডে বর্তমান প্রজন্মের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও এখন দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অভিনয় এবং সৌন্দর্য, এই দুই সুগুন দিয়েই ভক্তদের নজর…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

টলিউডে বর্তমান প্রজন্মের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও এখন দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অভিনয় এবং সৌন্দর্য, এই দুই সুগুন দিয়েই ভক্তদের নজর কাড়েন এই বঙ্গতনয়া। তবে এই দুইয়ের সঙ্গে তার শখের বিষয়টি হল ফ্যাশন স্টাইলিং। সামাজিক মাধ্যমে প্রায়ই তার ঝলক দেখা যায়। নিজেকে নানা রূপে অবতীর্ণ করে প্রায়ই রঙিন প্রজাপতি হতে দেখা যায় এই অভিনেত্রীকে। এসব নিয়ে বিস্তর বিতর্ক হলেও তাতে খুব একটা আমল দেননা তিনি। নিজের মতো করে কখনো শাড়িতে, কখনো বোল্ড পাশ্চাত্য পোশাকে আবার কখনো স্বল্পবসনে আব্রু ঢেকে জনসমক্ষে আসেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই টলি অভিনেত্রী। সেখানে প্রায়ই তাকে দেখা যায় নানা রূপ ও অবতারে। আর এবার তাকে দেখা গেল অন্যভাবে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি রিল ভিডিও পোস্ট করেছেন তিনি। আর এই ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে কোনো পাহাড়ি জায়গায় সন্ধ্যে নেমেছে। আর মিশমিশে অন্ধকারে ফাঁকা রাস্তায় কি যেন শুনছেন অভিনেত্রী। তার পরনে জিন্স, ওভারকোট এবং জুতো। খোলা চুল। আর এভাবে তিনি অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে চারপাশের নিস্তব্ধতার মাঝে ঝিঁঝিঁ পোকাদের ডাক শুনলেন প্রাণ ভরে। আর সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গেও।

ভিডিওর ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘যখন তুমি চারদিকে নিস্তব্ধতা খুঁজে বেড়াও, ঠিক তখনই তুমি অনুভব করো যে তোমার চারদিকে এমনভাবে সবাই চিৎকার করছে’। আর এই ভিডিও রাতের ঘুম কাড়ল তার অনুরাগীদের। অনেকেই ভিডিওর কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। আবার অনেকেই লিখেছেন যে পাহাড় তাদের ভীষণ প্রিয়। কেউ কেউ এমন ট্রিপে পাওয়া অভিজ্ঞতার কথাও লিখেছেন অকপটে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘দিলখুশ’। এই ছবির কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা গেছে মধুমিতা সরকারকে। এই ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay) সহ একাধিক নামিদামি শিল্পীরা। আগামীতে তার হাতে আরো একাধিক ছবির কাজ রয়েছে বলে জানা গেছে।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা