Weather: জুলাইয়ের শেষ ক’দিনেই বানভাসি হবে বাংলা! ঘূর্ণাবর্তের জেরেই তুমুল বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে!
শেষ সপ্তাহে দাঁড়িয়ে জুলাই মাস। ক্যালেন্ডার অনুযায়ী, বর্ষাকাল প্রায় বিদায় নেওয়ার পথে। তবুও বর্ষার দেখা মিলছে না সেভাবে। দক্ষিণবঙ্গ জুড়ে চলছে বৃষ্টির আকাল। আকাশে মেঘ জমলেও তা ঘনিয়ে ঝেঁপে বৃষ্টি কিন্তু নামছে না। ফলে জেলায় জেলায় বিক্ষিপ্ত বর্ষণ হলেও সেভাবে বৃষ্টির মাতামাতি দেখা যায়নি এবছর। স্বভাবতই বৃষ্টির জন্য ব্যাকুল হয়ে আছেন অনেকেই।
এর মাঝেই আবহাওয়া দফতর থেকে এসেছে সুখবর। একটি ঘূর্ণাবর্তের প্রভাবে যে জুলাইয়ের শেষ সপ্তাহে ভিজতে পারে বাংলা, তাতে আর কোনো সন্দেহই রইল না। জানা গেছে, ইতিমধ্যে উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এলহন একনজরে আজকের আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন।
■ কলকাতার আবহাওয়া: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি, আজ দিনের নানা সময় বেশ কেয়ক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজকের পর আগামী কয়েকদিনও কলকাতা ও শহরতলিতে বৃষ্টি জারি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ শহরের তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
■ দক্ষিণবঙ্গের আবহাওয়া: ঘূর্ণাবর্তের প্রভাবে যে ভিজবে দক্ষিণবঙ্গ, তেমন পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ যেসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেগুলি হল: পূর্ব মেদিনীপুর , হাওড়া , কলকাতা , হুগলি , পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ , নদিয়া। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে বলেও জানা গেছে।