Hoop Life

Shampoo Hair Care Tips: শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন এই ৫ টি জিনিস, চুল হবে ঝলমলে

সহজ পাঁচটি টিপস ফলো করলেই আপনি আপনার কাছ থেকে তেলতেলে ভাবকে একেবারে দূরে করতে পারবেন। অনেক সময় চুলের শ্যাম্পু করার পরেও চুলে তেল তেলে ভাব থেকে যায়। এক্ষেত্রে চুল অনেক বেশি পরিমাণে উঠতে পারে বা আরেকটি কারণ হতে পারে, সেটি হল চুল ভালো করে পরিষ্কার না করা আমরা অনেক সময় অনেক বেশি শ্যাম্পু দিই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে চুল পরিষ্কার করি না। যাই হোক পাঁচটি টিপস এর মধ্যে যেকোনো একটি টিপস যদি সম্ভব হয়, করে দেখবেন দেখবেন আপনার চুলের তেলতেলে ভাব একেবারে চলে গেছে।

মেথি বাটা – শ্যাম্পু করার আগে খুব ভালো করে মেথি বাটা চুলের মধ্যে লাগিয়ে নিন, তারপরে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন, দেখবেন চুলের ভেতরে তেলতেলে ভাব একেবারে চলে গেছে, চুল অনেক সিল্কি এবং শাড়ি হয়েছে।

গ্রিন টি – গ্রিন টি একটি মিক্সিতে খুব ভালো করে সামান্য জল দিয়ে পেস্ট করে নিন, তারপরে সেই পেস্ট চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো করে লাগিয়ে তারপরে শ্যাম্পু করে ফেলুন দেখবেন, তেলতেলে ভাব একেবারে উধাও হয়ে গেছে।

বেসন – হয়তো ভাবছেন দেখুন তো মুখে লাগানোর কাজে ব্যবহৃত হয়, কিন্তু আমরা অনেকেই জানি না, বেসন কিন্তু চুল পরিষ্কার করতে ভীষণ কাজে লাগে বেসন জলের মধ্যে গুলে কাল্পে খুব ভালো করে ম্যাসাজ করুন, তারপরে শ্যাম্পু করুন, দেখবেন চুলের তেলতেলে ভাব আর থাকছে না।

কফি পাউডার- আপনি কি জানেন কফি পাউডার আপনার চুলের জন্য ঠিক কতটা ভালো? নারকেল তেলের সঙ্গে কফি পাউডারকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে দিন, তারপরে শ্যাম্পু করে ফেলুন, দেখবেন চুল কত সিল্কি, সাইনি হয়ে গেছে।

সামান্য গরম জল ব্যবহার করুন- শ্যাম্পু করার জন্য সামান্য গরম জল ব্যবহার করতে পারেন, তবে দেখবেন খুব বেশি গরম জল যেন না হয়, মোটামুটি হালকা উষ্ণ জল কিন্তু চুল পরিষ্কার করে খুব সহজে আর প্রচুর পরিমাণে জল দিয়ে চুল পরিষ্কার করবেন, অনেক সময় শ্যাম্পু থেকে গেলে চুল চিটচিটে হয়ে যায়।

Related Articles