Shruti Das: নিজের ভাইয়ের কষ্টকর অতীত নিয়ে মুখ খুললেন শ্রুতি
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে রিলিজ করল শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত ফিল্ম ‘জওয়ান’। এর মধ্যেই ফিল্মের গানগুলি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ফিল্মটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার (Atlee Kumar)। মুক্তির দিনেই সত্তর কোটি ছাড়িয়েছে ‘জওয়ান’-এর বক্স অফিস কালেকশন। কিং খান তো বটেই, এই ফিল্মের মাধ্যমে চর্চিত অ্যাটলিও। ফিল্মের শুটিংয়ের সময় বাবা হলেও ছুটি নেননি তিনি। অ্যাটলি পূর্ণ করেছেন তাঁর ‘ড্রিম প্রোজেক্ট’-এর কাজ। অ্যাটলির সাফল্যে উচ্ছ্বসিত বাঙালি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। কারণ অ্যাটলির সাথে নিজের ভাইয়ের মিল খুঁজে পেয়েছেন তিনি। কালো ছেলে অ্যাটলির সাফল্যে গর্বিত শ্রুতি পরিচালকের সাথে তুলনা করেন তাঁর ভাই শাশ্বত দাস (Saswata Das)-এর।
শ্রুতি লিখেছেন, কালো ছেলেটি দুনিয়া কাঁপিয়ে দিল। শ্রুতির ভাই শাশ্বত কালো। তিনি শৈশব থেকেই ফুটবল পছন্দ করেন। কাটোয়া কেডিআই স্কুলে পড়ার সময় স্কুলের মাঠে ফুটবল খেলতেন শাশ্বত। কিন্তু সহপাঠীরা তাঁকে নাইজেরিয়ান বলে বডি শেমিং করতেন। পাড়া-প্রতিবেশীরাও বাদ যেতেন না। তবে স্কুলে শাশ্বতকে অপমান করার ঘটনার উপর জোর দিতে চান শ্রুতি। কারণ সম্প্রতি ওএমি 2 দেখেছেন তিনি। ফলে সচেতন নাগরিক হিসাবে স্কুলের বাচ্চাদের উপর হওয়া মানসিক অত্যাচারের ঘটনা তুলে ধরতে চান তিনি।
শ্রুতির মতে, অ্যাটলিও হয়তো কারও ভাই। তাঁকেও হয়তো শৈশব থেকে বহু কটাক্ষ সহ্য করতে হয়েছে। তিনি যদি সফল হতে পারেন, তাহলে পারবেন শ্রুতির ভাই-ও। তিনিও একদিন মাথা তুলে দাঁড়াবেন, সম্মানিত হবেন। তবে শাহরুখের প্রশংসা করতে ভোলেননি তিনি।
অগণিত শাহরুখ-ভক্তের মতো শ্রুতিও মনে করেন না, কিং খানের বয়েস হয়ে গিয়েছে। তিনিও জোর গলায় বলেন, শাহরুখ ছিলেন, আছেন, থাকবেন।
View this post on Instagram