বলিউডে বারবার বিষাদের ছায়া নেমে আসছে। মঙ্গলবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা সতিন্দর কুমার খোসলা (Satinder Kumar Khosla) ওরফে বীরবল (Birbal)। বৃহস্পতিবার বেলা বাড়তেই আবারও দুঃসংবাদ ঘনিয়ে এল বলিউডের আকাশে। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রিও কাপাডিয়া (Rio Kapadia)। এদিন তাঁর প্রয়াণের খবর সুনিশ্চিত করেন রিও-র বন্ধু ফয়সল মালিক (Faisal Malik)।
রিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ ছিলেন। ইন্সটাগ্রামে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত অনুরাগীদের সাথে শেয়ার করতেন তিনি। চলতি বছরের এপ্রিল মাসে রিও সপরিবারে ইউরোপে ঘুরতে গিয়েছিলেন। সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন তিনি। তবে তাঁর শেষ পোস্ট ছিল জুন মাসে। প্যারিসের আইফেল টাওয়ার থেকে সূর্যাস্তের সময় সম্পূর্ণ শহরের কিছু ঝলক ও সপরিবারে নিজের কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন রিও। কিন্তু এরপর থেকেই ইন্সটাগ্রামে আর কোনো পোস্ট করেননি তিনি। সম্ভবতঃ ইউরোপ থেকে ভারতে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছিলেন রিও। গত বছর থেকেই ক্যান্সারের সাথে লড়াই করছিলেন রিও। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ছেষট্টি বছর বয়সে প্রয়াত হন তিনি।
‘দিল চাহতা হ্যায়’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘খুদা হাফিজ’ সহ একাধিক ফিল্মে অভিনয় করেছেন রিও। কাজ করেছেন একাধিক কমার্শিয়ালে। বাদ যায়নি ওটিটিও। অনেকগুলি ওয়েব সিরিজে অভিনয় করেছেন রিও। তাঁর শেষ কাজ ছিল অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন : সিজন টু’। এই ওয়েব সিরিজে ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)-এর বাবার ভূমিকায় দেখা গিয়েছিল রিওকে।
ছবি আঁকতে ভালোবাসতেন রিও। এঁকেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ঋষি কাপুর (Rishi Kapoor), মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) সহ একাধিক বলিউড তারকার ছবি। কিন্তু মাত্র ছেষট্টি বছর বয়সে মারণরোগ ইতি ঘটাল যাত্রাপথে। না ফেরার দেশে চলে গেলেন রিও। 15 ই সেপ্টেম্বর, শুক্রবার গোরেগাঁও-এর শিব ধাম শ্মশানভূমিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
View this post on Instagram