Hoop Tech

Premium Bike: বিদেশি কোম্পানির এই দুটি বাইক বিক্রি করবে Bajaj, ফিচার্স জানলে চমকে উঠবেন

পরিবহন হল মানুষের জীবনের এক অপরিহার্য কাজ। আর সেই পরিবহনের জন্য এখন দু’চাকার বাইক মানুষের জীবনে এক অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে। বাইকের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। পেট্রোলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাস্তায় কিন্তু বাইকের চলাচল কমেনি মোটেও। কেউ যেমন বড় চাকার বাইক চালাতে স্বচ্ছন্দ, তেমনই আবার কেউ ছোট চাকার স্কুটি চালাতে পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে তো স্কুটারের বিকল্প নেই।

কিন্তু ভারতের বাজারে বছরের পর বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাইকের দামও। তা হলেও আজকাল প্রিমিয়াম সেগমেন্টের বাইকের চাহিদা কিন্তু কমেনি মোটেও। উল্টে বিগত কয়েকবছরের পরিসংখ্যান বলছে যে প্রিমিয়াম বাইকের বিক্রি বেড়েছে বাজারে। আর এবার ভারতের বাজারে ভিনদেশী কোম্পানি ট্রাম্পের সঙ্গে জুটি বেঁধে দূরী দুর্দান্ত বাইক লঞ্চ করছে বাজাজ। বাজাজ-ট্রাম্প নামেই এই দুটি বাইকের ব্র্যান্ডিং করা হয়েছে। ট্রাম্প স্পিড ৪০০ এবং স্ক্র্যামলার ৪০০ এক্স নামে দুটি বাইক আসছে ভারতের বাজারে। এখন দেখে নিন বাইক দুটির সম্পর্কে বিস্তারিত তথ্য।

■ বাজাজ ট্রাম্প স্পিড ৪০০: এই বাইকের ইঞ্জিনের সঙ্গে লুক ও ফিচার্স, সবেতেই দারুন কাজ করেছে নির্মাতা কোম্পানি। এই বাইকে থাকছে রোডস্টার ইঞ্জিন, ৬ স্পিড গিয়ারবক্স, ইঞ্জিন ক্যাপাসিটি ৩৯৮ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার। কোম্পানির দাবি, এই ইঞ্জিন সর্বোচ্চ ৪০ হর্সপাওয়ার এবং ৩৭.৫ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। এছাড়াও এই বাইকে থাকবে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনো শক, দুই চাকাতেই ডিস্ক ব্রেকের সঙ্গে মিলবে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এছাড়া টর্ক অ্যাসিস্ট ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ইউএসবি চার্জিং সকেট, ডিজিটাল স্ক্রিন এবং এলইডি লাইটিং ঠালবে এই বাইকে। ক্যাস্পিয়ান ব্লু এবং ফ্যান্টম ব্ল্যাক এই দুটি রংয়ে উপলব্ধ হবে এই বাইক।

■ বাজাজ ট্রাম্প স্ক্র্যামলার ৪০০ এক্স: কোম্পানির এই মডেলটি আরো বেশি দমদার হতে চলেছে। এই মডেল থাকছে ৩৯৮ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ৩৯.৪ ব্রেক হর্সপাওয়ার এবং ৩৭.৫ এনএম টর্ক তৈরি করতে পারবে। এছাড়াও এই বাইকেও রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। পাশাপাশি এই বাইকেও একই সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম রয়েছে। ফিচার্স হিসেবে এই বাইকে মিলবে এলইডি লাইটিং, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, এলসিডি স্ক্রিন এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

Related Articles