Hoop PlusTollywood

Arijit Singh: রাজ্যের সর্বোচ্চ করদাতাদের তালিকায় পিছিয়ে সৌরভ গাঙ্গুলী, এগিয়ে এলেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং (Arijit Singh) সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। বলিউডের মাটিতে যথেষ্ট লড়াই করেছেন তিনি। রিয়েলিটি শোয়ের প্রতিযোগী থেকে ভারতের এক নম্বর সঙ্গীত তারকা হয়ে ওঠা সহজ কথা ছিল না। তবে যথেষ্ট ডাউন টু আর্থ অরিজিৎ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ বারবার মানুষের প্রতি বাড়িয়ে দেন সাহায্যের হাত। চলতি বছর পুজোর সময় নিজের এলাকায় স্ত্রী কোয়েল (Koyel)-কে স্কুটির পিছনে বসিয়ে মন্ডপে প্রতিমা দর্শনে যেতে দেখা গিয়েছে তাঁকে। এবার অরিজিৎ ছুঁলেন আরও এক নতুন মাইলস্টোন। তাঁর প্রিয় ক্রিকেটার ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourabh Ganguly)-কে পিছনে ফেলে রাজ্যের সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষ স্থান অধিকার করলেন অরিজিৎ।

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, 2022-23 অর্থবর্ষে কলকাতা থেকে মোট ছাপ্পান্ন হাজার চারশো চব্বিশ কোটি টাকা আয়কর বাবদ আয় করে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে উনত্রিশ হাজার ন’শো ত্রিশ কোটি টাকা কর্পোরেট ট‍্যাক্স। অপরদিকে ব্যক্তিগত করদাতাদের তালিকায় প্রথমেই রয়েছেন নন্দিনী মোদী (Nandini Modi)। তাঁর দেয় করের অঙ্ক প্রায় সত্তর কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন বিড়লা গ্রুপের কর্ণধার কুমারমঙ্গলম বিড়লা (Kumarmangalam Birla) যাঁর দেয় করের অঙ্ক প্রায় উনষাট কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে উদ্যোগপতি বরুণ রাঠি (Varun Rathi)-র নাম। তাঁর দেওয়া আয়করের পরিমাণ প্রায় আটচল্লিশ কোটি টাকা।

এরপরেই চতুর্থ স্থানে রয়েছেন অরিজিৎ সিং। তিনি আয়কর দিয়েছেন প্রায় আঠারো কোটি টাকা। এই অঙ্কটি অরিজিৎ-এর 2021-22 অর্থবর্ষে দেয় আয়করের তুলনায় প্রায় তিন গুণ বেশি। সৌরভ গাঙ্গুলীর দেওয়া আয়করের অঙ্ক প্রায় এগারো কোটি টাকা। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ-আইনজীবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) আয়কর বাবদ আড়াই কোটি টাকা দিয়েছেন।

কিন্তু টলিউডের কোনো অভিনেতা-অভিনেত্রীর নাম এই তালিকায় নেই। কারণ স্পষ্ট করতে পারবেন বিনোদন জগতের কূশীলবরাই।

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh (@arijit__world)

Related Articles