whatsapp channel
Hoop Special

আজকের গল্প: চেনার মাঝে নতুন প্রেম

অর্ঘ্য: কি ব্যাপার এখনও অফিসে বসে আছো! আজ নিউ ইয়ার ইভ (সন্ধ্যা)। রিমি, সুমন ওরা সবাই বেড়িয়ে গেল তুমি যাবে না?
নন্দিতা: আমার একটা কাজ পেন্ডিং ছিল, হলেই বেড়িয়ে পড়বো। একটু থেমে নন্দিতা জিজ্ঞাসা করল তুমি যাবে না পার্টিতে?
অর্ঘ্য: হ্যাঁ যাবো। কিন্তু দেখলাম তুমি বসে আছো তাই ভাবলাম একবার জিজ্ঞাসা করি যদি আমার সাথে যাও।
নন্দিতা: হেসে বলল তুমি আমার সাথে যাবে? তাহলে তোমার গার্লফ্রেন্ড কার সাথে যাবে?
অর্ঘ্য: কোনো জবাব দিল না।
নন্দিতা: আর শোনো কাজ করতে করতে ওরকম হাঁ করে তাকিয়ে থেকো না আমার দিকে, অফিসে বাকি সবাই এই নিয়ে হাসাহাসি করে, এটা আমার মোটেই ভালো লাগেনা।
অর্ঘ্য: ওরা হাসাহাসি করে তাতে আমার বয়েই গেল।
নন্দিতা: কেন ওভাবে তাকিয়ে থাকো?
অর্ঘ্য: কারণটা যদি সত্যিই তুমি বুঝতে!
নন্দিতা: প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আচ্ছা, আমার কাজ শেষ হয়ে গেছে এবার আমি যাব। তুমিও তাহলে এসো, বলে নন্দিতা রাস্তায় হাঁটতে লাগল।
অর্ঘ্য: আরে নন্দিতা দাঁড়াও না আমিও তো যাবো।
নন্দিতা: তুমি আমার সাথে হেঁটে যাবে!
অর্ঘ্য: কেন যেতে পারি না?
নন্দিতা: নাহ, কতক্ষণ হাঁটবে তোমার এইসবের অভ্যাস নেই।
অর্ঘ্য: সারাজীবন তোমার সাথে হাটতে চাই, বলেই অর্ঘ্য নন্দিতার হাতটা ধরে নিল।
নন্দিতা: নন্দিতা শিহরিত হয়ে অর্ঘ্যর দিকে তাকিয়ে।
অর্ঘ্য: অর্ঘ্য আরও শক্ত করে নন্দিতার হাতটা ধরে বলল ভালোবাসি তোমায়।
নন্দিতা: কবে থেকে ভালোবাসো?
অর্ঘ্য: তুমি যেদিন আড়চোখে তাকিয়ে ছিলে। মনে হয়েছিল আর কিছু হোক না হোক যদি তুমি এভাবেই তাকিয়ে থাকো আমি সারাজীবন কাটিয়ে দেবো।
নন্দিতা: বেশ, আর যদি আমি রাজি না হই তাহলে?
অর্ঘ্য: তাহলে আর কি করা যাবে! যেভাবে আছি সেভাবেই থেকে যাবো। অফিসে ব্যস্ততার আড়ালে দূর থেকে দেখব তোমায়।
নন্দিতা: আর যদি রাজি হই?
অর্ঘ্য : অপেক্ষায় থাকবো তোমার আড়চোখে তাকানোর।
নন্দিতা: লজ্জায় লাল হয়ে আড়চোখে তাকিয়ে দেখল অর্ঘ্যর দিকে।
অর্ঘ্য: এটা কি আমার নতুন বছরের উপহার?
নন্দিতা: না সারাজীবনের।
অর্ঘ্য: হ্যাপি হ্যাপি নিউ ইয়ার নন্দিতা। আই লাভ ইউ।
নন্দিতা: উত্তরটা তোলা থাক। সেটাও না হয় আড়চোখেই বুঝে নিও। চলো হাত ধরে হাঁটি।
নতুন বছরের হাজারো মানুষের ভিড়ের মাঝে সদ্যই একে অপরের হাতে হাত রাখা যুগল হাঁটতে হাঁটতে মিলিয়ে গেলো সেই ভিড়ের মধ্যে। [সমাপ্ত]

গল্প: পল্লবী দে
পোস্টার ডিজাইন: কৌশিক ব্যানার্জি

(গল্প কেমন লাগল জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন।
***এবার থেকে গল্প পাঠাতে পারেন আপনিও। আপনার লেখা গল্প সরাসরি পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। মৌলিক ও অপ্রকাশিত গল্প সর্বদা গ্রহণযোগ্য হবে। গল্প নির্বাচিত হলে অবশ্যই প্রকাশিত করা হবে প্রতি শনি ও রবিবার।***)

whatsapp logo