whatsapp channel
Hoop PlusTollywood

লক্ষ্মীবারেই পরিবারে লক্ষ্মীর পা, ডেলিভারির পরদিনই হাসপাতাল থেকে ছবি শেয়ার শুভশ্রীর

বছরের শেষটা নিমেষের মধ্যেই সুন্দর হয়ে গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) জন্য। একরাশ আনন্দ, নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে তাঁদের সংসারে পা রেখেছেন ইয়ালিনি চক্রবর্তী, রাজ শুভশ্রীর একরত্তি কন্যা। বৃহস্পতিবার লক্ষ্মী বারে মা লক্ষ্মীই যেন পদার্পণ করেছেন তারকা জুটির পরিবারে। ছেলে, মেয়ে, স্বামী, শাশুড়িকে নিয়ে এখন ভরন্ত সংসার শুভশ্রীর। বৃহস্পতিবার দ্বিতীয় সন্তান জন্মের সুখবরটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন তাঁরা। এবার হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন শুভশ্রী।

ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন সকালে এক নতুন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। হাসপাতালে কেবিনের বিরাট কাঁচের জানলা দিয়ে দেখা যাচ্ছে, দূরে দিগন্তে আকাশের গায়ে সূর্যোদয়ের লাল আভা লেগেছে। নতুন দিন শুরু হচ্ছে, সেই সঙ্গে শুভশ্রীর জীবনেও এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। মাতৃত্বের অনুভূতি, দায়িত্ব শুভশ্রীর কাছে নতুন নয়। তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে তাঁর। কিন্তু এবারে ঈশ্বর তাঁর মনের ইচ্ছা পূরণ করেছেন। ছেলের পর এবারে মেয়ের মা হয়েছেন তিনি। শুভশ্রীর পরিবার এবার সম্পূর্ণ। মনের সেই ভালোলাগা, পূর্ণতার অনুভূতিটাই এই ছবির মধ্যে দিয়ে যেন প্রকাশ করতে চেয়েছেন তিনি।

 

শুভশ্রীর শেয়ার করা ছবি

বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের কাছে এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন শুভশ্রী। সন্ধ্যা গড়াতেই সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে এই সুখবর শেয়ার করেন তিনি। গোলাপি ব্যাকগ্রাউন্ডে লেখা, ‘আমাদের এক কন্যা সন্তান হয়েছে। আমাদের জগতে স্বাগত ইয়ালিনি চক্রবর্তী’। ইয়ালিনি দেবী সরস্বতীর আরেক নাম। এর অর্থ সঙ্গীত, সুর। বাঙালিদের মধ্যে বেশ আনকমন হলেও এই নামটি তামিল ভাষাভাষীদের মধ্যে বেশ প্রচলিত।

তিন বছর আগে করোনা কালের মধ্যেই ইউভান এসেছিল শুভশ্রীর কোল জুড়ে। উচ্ছ্বসিত রাজ সন্তান জন্মের পরপরই একরত্তির ছবি তুলে ধরেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুনিয়র চক্রবর্তীর। ইউভানের সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠতে বেশি সময় লাগেনি। তবে মেয়ের ক্ষেত্রে সম্ভবত ‘ধীরে চলো’ নীতি নিয়েছেন রাজ। অন্য তারকাদের সময় বুঝেই কন্যার মুখ প্রকাশ্যে আনতে পারেন তাঁরা, এমনটাই মনে করছেন নেটিজেনরা।

whatsapp logo

Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই