Weather Forecast: উইকেন্ডে কি ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে! কোন জেলায় কেমন থাকবে তাপমাত্রা!
গত বছর নভেম্বর থেকে হিমেল হাওয়া রাজ্যে প্রবেশ করলেও, ডিসেম্বরের শুরুতে শীতের প্রভাব কিছুটা কমে যায়। একের পর এক ঘূর্ণাবর্তের প্রভাবে শীতের বহর কমতে থাকে বছরের শেষ মাসে। মাঘ মাসের শুরু থেকেই শীতের উপর কোপ ফেলেছিল পূবালী হাওয়া। এই প্রভাব বজায় ছিল কয়েকদিন আগেও। শীতের প্রভাব ফিকে হয়েছিল রাজ্যজুড়ে। গত সপ্তাহেও শীতের প্রভাব তুলনামূলক কম অনুভূত হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এমনটা ঘটেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে মাঘের কয়েকদিন যেতেই এবার এবার জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যজুড়ে। কয়েকদিন আগে রাজ্যের মাথার উপর একজোড়া ঘূর্ণাবর্তের অবস্থান ছিল। সেই কারণে গত কয়েকদিন অকাল বৃষ্টিপাতের মুখ দেখেছে বঙ্গবাসী। তবে এসেই বৃষ্টির ভ্রুকুটি এখন কেটে গিয়েছে। আকাশে এখন রোদ ঝলমল পরিস্থিতি। আর এর মাঝেই রাজ্যজুড়ে স্লগ ওভারের দাপুটে ইনিংস খেলছে মাঘের শীত। এখন একনজরে দেখে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।
● কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সকালে কুয়াশা থাকলেও আজ দুপুর থেকে শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। আজ কলকাতার বুকে সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে। স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে আজ শহরের তাপমাত্রা।
● দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ আবহাওয়া শুস্ক থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। তবে আজ দিনভর কুয়াশার দাপট থাকতে পারে পশ্চিমের জেলাগুলিতে। আগামী ৩ দিনে এরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
● উত্তরবঙ্গের আবহাওয়া: আজ দার্জিলিং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। একইসঙ্গে উত্তরের জেলাগুলিতেও কুয়াশার হলুদ সতর্কতা জারি থাকবে বলে জানা গেছে। সেই কারণেই পারদের পতন অব্যহত থাকবে উত্তরের জেলাগুলিতে।