TRP: আইপিএল ঝড়ে বড় ধাক্কা টিআরপিতে, বাংলা সেরার সিংহাসন গেল কার দখলে!
একদিন পিছিয়ে শুক্রবার প্রকাশ্যে এল টিআরপি তালিকা। একাধিক সিরিয়াল গুলির মধ্যে কোন কোন ধারাবাহিকগুলি সবথেকে বেশি টিআরপি তুলে নাম তুলতে সক্ষম হয়েছে তা দেখে নেওয়া যাক। টিআরপি তালিকা অনুযায়ী, এ সপ্তাহে সবথেকে বেশি টিআরপি পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৭। দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে ‘ফুলকি’। এই সিরিয়ালটি পেয়েছে ৭.৬ পয়েন্ট। তারপরেই ৭.৫ এবং ৭.০ নম্বর নিয়ে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে জায়গা পেয়েছে জগদ্ধাত্রী এবং গীতা LLB। পঞ্চম স্থানে রয়েছে জি এর কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের ঝুলিতে উঠেছে ৬.৯ নম্বর।
ছয় নম্বরে জায়গা পেয়েছে ‘কথা’। এই সিরিয়ালটি পেয়েছে ৬.৪ নম্বর। তারপরেই সাত নম্বরে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালটি পেয়েছে ৫.৯ নম্বর। ৫.৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে জায়গা পেয়েছে ‘জল থই থই ভালোবাসা’। নয় নম্বরে রয়েছে জি এর ‘কার কাছে কই মনের কথা’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪। আর দশম স্থানে জায়গা পেয়েছে ‘বঁধূয়া’। এই সিরিয়াল পেয়েছে ৫.২ নম্বর। এক নজরে দেখে ছিলেন সম্পূর্ণ টিআরপি তালিকা-
(১) নিম ফুলের মধু- ৭.৭
(২) ফুলকি- ৭.৬
(৩) জগদ্ধাত্রী- ৭.৫
(৪) গীতা LLB- ৭.০
(৫) কোন গোপনে মন ভেসেছে- ৬.৯
(৬) কথা- ৬.৪
(৭) অনুরাগের ছোঁয়া- ৫.৯
(৮) জল থই থই ভালোবাসা- ৫.৬
(৯) কার কাছে কই মনের কথা- ৫.৪
(১০) বধূয়া- ৫.২
(১১) আলোর কোলে- ৫.০
(১২) হরগৌরী পাইস হোটেল- ৪.৯
(১৩) মিঠিঝোরা- ৪.৮
(১৪) লাভ বিয়ে আজকাল, তোমাদের রাণী- ৪.৬
(১৫) তুমি আশেপাশে থাকলে- ৪.৪
(১৬) মিলি- ৩.৮
(১৭) চিনি- ৩.৫
(১৮) যোগমায়া- ৩.২
(১৯) মন দিতে চাই- ২.৯
(২০) রামপ্রসাদ- ২.৬
(২১) শ্রীকৃষ্ণ লীলা- ২.৩
রিয়েলিটি শো
(১) দিদি নাম্বার ওয়ান- ৫.০
(২) জলসা ফিকশন- ৪.৮
(৩) দাদাগিরি- ৪.৫
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.২